বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০৩:১৪ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক:
ঢাকাই চলচ্চিত্রের ‘বিউটি কুইন’খ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস। এক দশকের ক্যারিয়ারে শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। উপহার দিয়েছেন অনেক ব্যবসাসফল সিনেমা। সম্প্রতি তার বিপরীতে অভিনয় করেছেন জয় চৌধুরী। ‘প্রেম প্রীতির বন্ধন’ নামের এই সিনেমার শুটিং এরই মধ্যে শেষ করেছেন। এখন সম্পাদনার টেবিলে সিনেমাটি। এরই মধ্যে ‘ট্র্যাপ’ নামের নতুন সিনেমায় যুক্ত হলেন এই জুটি।
অপু বিশ্বাস জানান, নতুন সিনেমা ‘ট্র্যাপ’র জন্য ফটোশুটে অংশ নিচ্ছেন অপু-জয়। বুধবার (২ মার্চ) থেকে শুটিং শুরু হবে।
জয় চৌধুরী বলেন, ‘‘আগামীকাল এফডিসির অফিস বিল্ডিং সংলগ্ন ‘ট্র্যাপ’ সিনেমার শুটিং শুরু করব। এটি আমাদের দ্বিতীয় সিনেমা। এই লটের শুটিং আগামী ১৫ মার্চ পর্যন্ত চলবে।’
ভয়েস/ জেইউ।