বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ১১:৩০ অপরাহ্ন
বিনোদন ডেস্ক:
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহ্জাবীন চৌধুরীকে নিয়ে এখন চলছে ব্যাপক আলোচনা। তার একটি বক্তব্য ঘিরে সমালোচনা করছেন শোবিজ অঙ্গনের মানুষ থেকে শুরু করে দর্শকরাও। এ প্রসঙ্গে কথা বলেছেন তিনি
ঘটনার সূত্রপাত…
আশফাক নিপুণের ‘সাবরিনা’ ওয়েব সিরিজে আমি নাম ভূমিকায় অভিনয় করছি। বিশ্ব নারী দিবসে এর টিজার প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। সেখানে বলেছিলাম, ‘আমার কাছে মনে হয়, আমাদের মতো পরিশ্রমী শিল্পী হয়তো পৃথিবীর কোথাও নেই। হলিউডের শিল্পীদেরও আমরা চ্যালেঞ্জ করতে পারি। মূলত টানা কাজ করতে গিয়ে অনেক সময় বিশ্রামেরও খুব একটা সময় পান না আমাদের দেশের শিল্পীরা। শুধু আমি নই, প্রত্যেক শিল্পীকে দু-তিন দিনে একটি নাটকের কাজ করে পরের দিন আরেকটির শ্যুটিংয়ে যেতে হয়। এত কম সময়ে একটি চরিত্র থেকে আরেকটি চরিত্র ধারণ করার কষ্টটা আমরা যারা শিল্পী, তারাই শুধু বুঝি। পরিশ্রমের দিক থেকে আমরা হলিউডের শিল্পীদেরও চ্যালেঞ্জ করতে পারি।’ এই বক্তব্যের জন্যই সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের সমালোচনা হচ্ছে।
আত্মপক্ষ সমর্থন…
বিষয়টি নিয়ে আমার নিজেরই খারাপ লাগছে। আমি যা বোঝাতে চেয়েছি হয়তো বোঝাতে ব্যর্থ হয়েছি। আমি কথার কথা হিসেবে হলিউডের প্রসঙ্গটি টেনে এনেছি। আমি তো আর বলিনি যে হলিউডের চেয়ে আমরা বেটার পারি। এটাকে নিয়ে যারা নিজের মতো ভেবে ট্রল করছেন তাদের নিয়ে আমার কিছু বলার নেই। আমাদের কাজের স্বপ্নটা আরও বড় হওয়া উচিত। তাহলে বর্তমানে যারা আছেন, তারা কিছু না করতে পারলেও আমাদের আগামী প্রজন্ম অনেক কিছুই করে দেখাবে। গত বছর বাংলাদেশের সিনেমা কান উৎসবে গিয়েছিল। যদি পরিশ্রম করা হয় ভবিষ্যতে আরও দূরে এগিয়ে যাবে বাংলাদেশি সিনেমা ও কনটেন্ট। শুধু তা-ই নয়, গত বছর বলিউড থেকেও বাংলাদেশের কিছু অভিনেত্রী কাজের প্রস্তাব পেয়েছিলেন। এরই মধ্যে একজন কাজ করেও ফেলেছেন। আমরা কি এগিয়ে যাচ্ছি না?
সাবরিনা…
‘সাবরিনা’র মাধ্যমে প্রথম কোনো ওয়েব সিরিজে কাজ করলাম। আগামী ১৭ মার্চ হই চইয়ে ‘সাবরিনা’ মুক্তি পেতে যাচ্ছে। এমন একটি গল্প দিয়ে আমার ওয়েব সিরিজের জার্নি শুরু হচ্ছে, যে গল্পটি আমার অনেক পছন্দের এবং চ্যালেঞ্জিং। আমি সব সময় এমন কাজ পেতে, এমন চরিত্র পেতে চাই, যেটার সামনে নিজেই নার্ভাস হয়ে যাব। এ চরিত্রটি করতে পারব কি না, আমাকে দিয়ে সম্ভব হবে কি না এমনটি ভাবাবে। যখন ‘সাবরিনা’র গল্প শুনলাম, তখন এমন ফিল পাচ্ছিলাম। বোঝার চেষ্টা করছিলাম, সাবরিনা আসলে কেমন! কারণ সাবরিনা তো একা একজন নয়, সাবরিনা হচ্ছে আমাদের সমাজের প্রায় প্রতিটি নারীর গল্প।
ভয়েস/আআ