বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৫:৫৩ অপরাহ্ন
বিনোদন ডেস্ক:
সংগীতশিল্পী বুশরা শাহরিয়ার হাজির ‘একশ নালিশ’ নিয়ে। নতুন মিউজিক ভিডিও, বিউটি ভ্লাগিং ও ব্যস্ততা নিয়ে তার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ
ব্যস্ততা…
গত ১ এপ্রিল আমার নতুন গানের ভিডিও ‘একশ নালিশ’ প্রকাশিত হয়েছে। এখন তার প্রচারণা নিয়ে ব্যস্ত। বিভিন্ন চ্যানেল ও রেডিওতে গানটি নিয়ে কথা বলছি।
একশ নালিশ…
গানটি প্রকাশের পর থেকে পরিচিতি-অপরিচিত সবার কাছ থেকে দারুণ সাড়া পাচ্ছি। এত কম কাজ করার পরও সবার এই ভালোবাসায় আমি আপ্লুত। গানটি অনেক দিন দর্শকের মনে থাকবে বলেই আমার বিশ্বাস। সেভাবেই গানটির কথা, সুর, মিউজিক কম্পোজিশন ও ভিডিও চিত্র নির্মিত হয়েছে। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির কথা ও সুর আমারই করা। সংগীতায়োজনে সাজিদ সরকার। ভিডিওটি নির্মাণ করেছে ‘প্রেক্ষাগৃহ’। আমার সঙ্গে ভিডিওতে মডেল হয়েছে জনপ্রিয় অভিনেতা সুমিত সেনগুপ্ত। আধুনিক সময়ের প্রতিটি মেয়ের জীবনে যে ধরনের ছোট-বড় নালিশ থাকতে পারে তাই ফুটে উঠেছে। এই ভিডিওতে জীবনসঙ্গীর কাছে নববধূর পাওয়া না পাওয়া এবং অভিমানের গল্প দেখা যাবে।
উৎসব ছাড়াই…
সাধারণত শিল্পীরা উৎসবকে কেন্দ্র করে ব্যয়বহুল মিউজিক ভিডিওগুলো প্রকাশ করেন। কিন্তু আমি আলাদাভাবে ভেবেছি। এমনিতে রোজার মধ্যে সেভাবে সাংস্কৃতিক কর্মকাণ্ড হয়ে ওঠে না। আর উৎসবে এত এত কাজের ভিড়ে ভালো কাজও অনেক সময় দর্শকের কাছে পৌঁছায় না। ঈদে আর পহেলা বৈশাখে মানুষ প্রচুর পরিমাণ নাটক দেখে। আমি চাইনি আমার গানটি ভিড়ে হারিয়ে যাক। তাই রোজার আগেই মিউজিক ভিডিওটি প্রকাশ করেছি। যাতে এপ্রিল জুড়ে গানটির আমেজ বজায় থাকে। তা ছাড়া একটি গান জনপ্রিয় হতেও একটু সময় লাগে। ঈদ আসতে আসতে আমার গানটি অনেক দর্শকের কাছে পৌঁছে যাবে।
পড়াশোনা…
জানি না এবার ঈদ পরিবারের সঙ্গে কাটাতে পারব কি না। আগামী ২৩ তারিখ আমাকে ভারতে ফিরে যেতে হতে পারে। সেখানকার উত্তরখণ্ডের ‘আইআইটি রুরকি’ বিশ^বিদ্যালয়ে আমি পিএইচডি করছি। আমার গবেষণার বিষয় ‘বন্যা সংবেদনশীল শহর’। এটি শেষ করে আবারও স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা পেশায় ফিরব। সঙ্গে গান থাকবে।
বিউটি ভ্লাগিং…
বিউটি ভ্লাগিং আমাকে নতুন এক পরিচয় দিয়েছে। করোনাকালে সময়টি আমি প্রোডাকটিভ কাজে ব্যয় করেছি। একদিকে বিশ^বিদ্যালয়ের শিক্ষকতা, অন্যদিকে লাইভে বিউটি প্রোডাক্টের প্রমোশন, মেকআপ ভিডিও কিংবা টিকটক করা অনেকে ভাবতেই পারে না এ দুটি বিষয় আমার মধ্যে আছে। তবে আমি খুব উপভোগ করি। আমি সংবেদনশীল মানুষ। তাই সোশ্যাল মিডিয়ায় একটু নেতিবাচক মন্তব্য পেলেই মন খারাপ হয়। তাই কোনো কমেন্টই আমি খেয়াল করি না। এই যে টিপ পরার পক্ষে প্রতিবাদে কত তারকা সাইবার বুলিংয়ের শিকার হলেন। আসলে আমাদের দেশে ফেইসবুকটা এমন শ্রেণির হাতে চলে গেছে যাদের কাছ থেকে আসলে রুচিশীল বিষয় আশা করাটাই বৃথা!
ভয়েস/আআ