বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৫:৫৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

কেয়ার অভিনয় করার ইচ্ছে ছিল না?

বিনোদন ডেস্ক:

টেলিভিশন নাটক, টেলিছবি ও বিজ্ঞাপনের পরিচিত মুখ কেয়া পায়েল। মাত্র চার বছরের ক্যারিয়ারে তৈরি করে নিয়েছেন নিজের অবস্থান। অতীত, বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন তিনি

শুরুর গল্প…

সত্যি বলতে কি প্রথমে অভিনয়ের কোনো ইচ্ছে আমার ছিল না। একেবারে হুট করেই মিডিয়ায় এসেছি। শখের বশে একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করি। এটি প্রচারের পর সংগীতশিল্পী তাহসান, হাবিব ওয়াহিদ ও ইমরান মাহমুদুলের গানে মডেল হওয়ার প্রস্তাব পাই। সবকিছু মিলে মিডিয়ার মানুষজনের সঙ্গে টুকটাক পরিচয় ঘটে। এরপরই একের পর এক অভিনয়ের প্রস্তাব আসতে থাকে। নাটকেও কাজ শুরু করি। ক্যারিয়ারের প্রথম বছরেই প্রায় সব তারকা অভিনেতার বিপরীতেই অভিনয় করেছি। এ যেন পরম পাওয়া। নিয়মিত শ্যুটিং করব, অভিনয় দিয়ে এত পরিচিত পাব, এটা কখনো ভাবিনি।

এখন সময়…

উজ্জ্বল মহিমায় দর্শকের সামনে আসতে চাই সব সময়। তাই তো অনেক কাজের প্রস্তাব পেলেও খুব বেছে বেছে, দেখে-শুনে কাজে হাত দিচ্ছি। এ ক্ষেত্রে গুরুত্ব দিচ্ছি চিত্রনাট্য, সহশিল্পী ও নির্মাতার গুণমানকে। চলচ্চিত্র হলো বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম। তাই এ মাধ্যমে বুঝেশুনে পা ফেলতে চাই। ২০১৮ সালের শেষে আনিসুর রহমান মিলনের বিপরীতে ‘ইন্দুবালা’ সিনেমায় নাম-ভূমিকায় অভিনয় করি। এরপর একাধিক চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পাওয়া সত্ত্বেও যথাযোগ্য চিত্রনাট্য কিংবা পারিপার্শ্বিকতার কারণে এখনই নিজেকে চলচ্চিত্রের সঙ্গে জড়াতে চাই না। তবে চলচ্চিত্রে এ সময় তারুণ্যের প্রতিফলন রয়েছে এ বিষয়টি আমাকে ভীষণ আশাবাদী করে।

দর্শকপ্রিয় কাজ…

চার বছরের ক্যারিয়ারে ‘রূপকথার রঞ্জনা’, ‘অবুঝ মন’, ‘তিরন্দাজ’, ‘ট্রাম্পকার্ড’, ‘মনের আড়ালে’, ‘বিয়ের সাইড এফেক্ট’, ‘শুভ + নীলা’, ‘উড়ছি তোমার প্রেমে’, ‘পারব না ভুলতে তোকে’, ‘হৃদ মাঝারে’, ‘পাঁচ ভাই চম্পা’সহ অনেক কাজ প্রশংসিত হয়েছে। একক নাটকের পাশাপাশি ‘জয়েন্ট ফ্যামিলি’ ধারাবাহিকেও আমার অভিনয় পছন্দ করেছে দর্শক। তাই আগে ধারাবাহিকে কাজ করার কথা না ভাবলেও এখন কাজ করতে চাই।

ঈদের কাজ…

খণ্ডনাটক বেশি করা হয় বলে যেকোনো উৎসব আয়োজনে আমার সরব উপস্থিতি থাকে নাটকে। আসছে ঈদের জন্য এরই মধ্যে মিফতা আনানের পরিচালনায় ‘সুইটি আই লাভ ইউ’ নাটকে তৌসিফ মাহবুবের বিপরীতে, জাকারিয়া সৌখিনের ‘চলন বাহার’ নাটকে জোভানের বিপরীতে, মহিদুল মহিমের ‘নসিব’ নাটকে মুশফিক আর ফারহানের বিপরীতে ও রাফাত মজুমদার রিংকুর পরিচালনায় অপূর্বর বিপরীতে ‘রঙঢঙ’সহ কয়েকটি নাটকে অভিনয় করেছি। ঈদে রোমান্টিক, কমেডি, সিরিয়াসসহ সব ধরনের গল্পের ডজনখানেক নাটক ও কিছু টেলিছবিতে আমাকে দেখা যাবে। কাজগুলো নিয়ে আমি আশাবাদী।

ব্যক্তি জীবন…

অভিনয়ের পাশাপাশি সাউথইস্ট ইউনিভার্সিটিতে আইন বিষয়ে পড়ছি। গুঞ্জনের শিকার হতে চাই না বলেই সচেতনভাবে বুঝেশুনে চলার চেষ্টা করছি। অনেকবারই বলেছি, আমি কোনো প্রেমের মধ্যে নেই। অভিনয়ই মন দিয়ে করার চেষ্টা করছি। আর বিয়ে তো করবই। সবে তো ক্যারিয়ার শুরু। আরও চলুক। পড়াশোনা শেষ হোক। তারপর যখন মনে হবে আমার জীবনে কাউকে প্রয়োজন, তখন হয়তো বিয়ে নিয়ে ভাবব।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION