শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ০৮:৫৫ অপরাহ্ন
ভয়েস প্রতিবেদক:
করোনায় আক্রান্ত হয়ে কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজেম উদ্দিন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না—- রাজিউন )।
সোমবার (৮জুন) বিকাল ৪টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক নাসির উদ্দিন জানিয়েছেন, করোনায় আক্রান্ত সাবেক প্রধান শিক্ষক নাজেম উদ্দিনকে বিকালে সংকটাপন্ন অবস্থায় দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির দুয়েক ঘণ্টার পর সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি আরও জানান-নাজিম উদ্দিন স্যার কয়েকদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। সোমবার সকাল থেকে অবস্থার অবনতি বেশি হলে দুপুরের দিকে নাজিম উদ্দিনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় উনার শাষ নিতে কষ্ট হচ্ছিল পরে বিকাল সোয়া ৪ টার দিকে মৃত্যু বরণ করেন। শিক্ষকতা জীবনের বেশির ভাগ সময় কক্সবাজার সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে এবং বালিকা উচ্চ বিদ্যালয়ে কাটিয়েছেন। ছিলেন এবং সেখান থেকে অবসরে যান। এদিকে করোনা উপসর্গ থাকায় নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছে সদর হাসপাতাল কর্তৃপক্ষ।
ভয়েস/আআ