বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০১:৫৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

ঈদে নতুন গান নিয়ে আসছে আখি

বিনোদন ডেস্ক:

আঁখি আলমগীরের দম ফেলার সময় নেই। প্রতিদিন কোনো না কোনো টিভি চ্যানেলের ঈদ অনুষ্ঠানের শ্যুটিং করছেন। নতুন গানও আসবে।

ব্যস্ততা…

রমজানের আগে স্টেজ শো নিয়ে ব্যস্ত ছিলাম। ভেবেছিলাম রোজায় একটু অবসর পাব। কিন্তু আর হলো কই! প্রতিদিন কোনো না কোনো টিভি চ্যানেলের ঈদ আয়োজনের শ্যুটিং করতে হচ্ছে। নিজের জন্য তো দূরের কথা, আমার ফ্যাশন লাইনের জন্যও কোনো ঈদ কালেকশন আনতে পারিনি। দেশের প্রায় সব টিভি চ্যানেলেই আমার গান থাকবে। বেশিরভাগই রেকর্ডিং করা প্রোগ্রাম। ইতিমধ্যে শ্যুটিং শেষ করেছি বিটিভির কয়েকটি অনুষ্ঠানের, এটিএন বাংলা, চ্যানেল নাইনসহ কয়েকটি টিভি চ্যানেলের। আগামীকালও এটিএন বাংলার আরেকটি শ্যুটিং রয়েছে।

নতুন গান…

দিন দশেক আগে শাহরিয়ার রাফাতের সুর ও সংগীতায়োজনে ‘পাগলী বানাইলি’ নামের একটি মজার গান করেছি। কথা লিখেছেন মামুন আফনান রুমি। এই গানটি ঈদে তালুকদার মাল্টিমিডিয়ার ব্যানারে প্রকাশ হওয়ার কথা রয়েছে।

উপস্থাপনা…

টেলিভিশনের ঈদ আয়োজনে শুধু আমাকে গান গাইতেই দেখা যাবে, তা কিন্তু নয়। এবার চ্যানেল নাইনে ‘তবুও গান’ নামে একটি গানের অনুষ্ঠান উপস্থাপনাও করেছি। ঈদের ছয় দিন ছয়টি এপিসোড প্রচার হবে। উপস্থাপনার পাশাপাশি প্রতিদিনই এ অনুষ্ঠানে আমার একাধিক গানও থাকবে। এই অনুষ্ঠানের বিশেষত্ব হলো, এখানে পেশাদার সংগীতশিল্পীরা অতিথি হিসেবে থাকবেন না। যেসব অভিনয় তারকা গানেও পারদর্শী, তারা হয়েছেন আমার অতিথি। তাদের মধ্যে রয়েছেন শম্পা রেজা, ফজলুর রহমান বাবু, মেহের আফরোজ শাওন, চঞ্চল চৌধুরীর মতো জনপ্রিয় তারকারা। অনুষ্ঠানটির আইডিয়াটা সুন্দর বলেই উপস্থাপনা করতে রাজি হয়েছি। নয়ত আমার উপস্থাপনা করতে অতটা ভালো লাগে না। নিয়মিত উপস্থাপনার প্রস্তাব পেলেও কাজটি উপভোগ করি না বলে করা হয় না। আমি গান নিয়েই থাকতে চাই।

ঈদের দিন…

ঈদ ঘরোয়াভাবেই কাটবে। এমনিতে প্রচন্ড গরম, তার মধ্যে টানা কাজের ক্লান্তি। সব মিলিয়ে একটু বিশ্রামের সময় পাওয়া যাবে। তবে ঈদের রাতেই এশিয়ান টিভিতে লাইভ কনসার্টে অংশ নেব। ১১টা থেকে শুরু হয়ে চলবে মধ্যরাত পর্যন্ত। লাইভ শো হলে সলো আর্টিস্ট হিসেবেই অংশ নিই। রেকর্ডেড প্রোগ্রাম হলে ভিন্ন কথা।

স্ট্যাটাস থেকে খবর…

আজকাল একটা বিষয় আমাকে বিরক্ত করে। ব্যক্তিগত ফেইসবুক আইডিতে কোনো বিষয় নিয়ে স্ট্যাটাস দিলে সেটি খবরের শিরোনাম হয়ে যায়। অথচ কেউ সে বিষয়ে আমার সঙ্গে কথা না বলেই খবর প্রকাশ করেন। শিল্পীর ব্যক্তিগত স্বাধীনতা বলেও তো একটা বিষয় আছে। আর সব সময় তো একটি ইস্যু নিয়ে বিস্তারিত লেখা সম্ভব হয় না ফেইসবুকে। তাই কেউ যদি আমার কোনো দৃষ্টিভঙ্গি নিয়ে সংবাদ পরিবেশন করতে চান তাহলে যেন বিস্তারিত জেনে নিয়ে করেন। এতে খবরটাও মানসম্মত হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION