রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৬:৩২ পূর্বাহ্ন
ভয়েস নিউজ ডেস্ক:
চট্টগ্রামের বোয়ালখালী-চান্দগাঁও আসনের সংসদ সদস্য (এমপি) মোছলেম উদ্দিন আহমেদ ও তার পরিবারের আট সদস্যসহ বাড়ির মোট ১০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।বুধবার ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবের নমুনা পরীক্ষার প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
এর আগে গত ৯ জুন বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি টিম ওই এমপির নগরীর লালখান বাজারের বাসা থেকে ১৫ জনের নমুনা সংগ্রহ করেন। বুধবার রাতে এদের মধ্যে ১০ জনের পজিটিভ আসে।আক্রান্তদের মধ্যে রয়েছেন- এমপি মোছলেম উদ্দিন আহমেদ, তার স্ত্রী-সন্তানসহ পরিবারের আট সদস্য ও দুই গৃহকর্মী।
এ ব্যাপারে মোছলেম উদ্দিন আহমেদ বলেন, বাসার একসঙ্গে ১০ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তবে, কারো তেমন বেশি উপসর্গ নেই। সবাই বাসায় আইসোলেশনে আছেন।
প্রসঙ্গত, ৭০ বছর বয়সী মোছলেম উদ্দিন আহমেদ চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) সংসদ সদস্য। তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
এর আগে ৪ জুন বাঁশখালী আসনের এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী ও পরিবারের ছয় সদস্যসহ তার বাড়ির মোট ১১ জনের করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়। এ নিয়ে চট্টগ্রামের দ্বিতীয় কোনো এমপি ও তার পরিবারে করোনা শনাক্ত হলো।
ভয়েস/আআ