বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ১০:৩৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

খুব ভালো দিন কেটেছে-বিপাশা কবির

বিপাশা কবির,ফাইল ছবি।

বিনোদন ডেস্ক:

আইটেম গার্ল থেকে নায়িকা হতে কম কাটখড় পোড়াতে হয়নি। সেই ২০১২ সাল থেকে ‘ভালোবাসার রঙ’ ছবিতে আইটেম গানের মাধ্যমে যাত্রা। এরপর নানা সংগ্রামের পথ পারি দিয়ে একটা জায়গা তৈরি করেছেন। বলা হচ্ছে চিত্রনায়িকা বিপাশা কবিরের কথা। গত সোমবার ছিল তার জন্মদিন। বিশেষ দিনটি কেমন কাটলো? বিপাশা কবির বলেন, খুব ভালো কেটেছে। সুন্দর একটা দিন পার করেছি। পরিচিত, অপরিচিত অনেক অনেক মানুষ শুভেচ্ছা জানিয়েছেন। ফেসবুক টাইমলাইন তো শুভেচ্ছায় ছেয়ে গেছে। তবে খারাপ লেগেছে যে, সবাইকে উত্তর দিতে পারিনি।

সম্ভব হয় না আসলে। যতটুকু পারি উত্তর দেয়ার চেষ্টা করেছি। এর আগে বলেছিলেন আপনার জীবনে বিশেষ মানুষ আছে। তার আয়োজন কী ছিল? এই নায়িকা খানিক হেসে বলেন, স্পেশাল মানুষ তো সবচেয়ে বড় সারপ্রাইজ দিয়েছে। সবার আগে তিনিই উইশ করেছেন। কার্ড, কেক, গোল্ডসহ নানা উপহার দিয়েছেন।

শুনলাম ব্যাংকক যাচ্ছেন? বিপাশা কবির বলেন, হুম। সারপ্রাইজ টিকিট আসছে। প্রায় ১০ দিনের ট্যুরে আজই ব্যাংকক যাবো। আপনার সফর সঙ্গী কে? বিপাশা কবির বলেন, হা হা হা। আপনি যাকে বোঝাতে চাচ্ছেন সে না। আমার এক বান্ধবী যাচ্ছে আমার সঙ্গে। জীবনের অনেকটা সময় পারি দিলেন। উপলদ্ধি কী? বিপাশার সোজাসাপটা উত্তর, আসলে কোনো আক্ষেপ নেই জীবনে। নিজেকে অনেক ভাগ্যবতী মনে করি এই কারণে যে, আমি যে স্থানে আছি অনেকেরই হয়তো স্বপ্নের জায়গা। এতো মানুষের ভালোবাসা সহজে মানুষ পায় না। আল্লাহর অশেষ রহমত এরকম একটা স্থান আমার হয়েছে। তবে সিনেমার নায়িকা আপনি। অনেকের নেতিবাচক ধারণা থাকে।

এ নিয়ে কোনও খারাপ লাগা নেই? বিপাশা কবির বলেন, নেগেটিভ পজেটিভ সাইড সবার জীবনেই থাকে। নায়িকাদের জীবনেও থাকে। আমি আইটেম গার্ল ছিলাম বলে হয়তো একটু নেগেটিভ ধারণা আছে আমাকে নিয়ে। কিন্তু পজেটিভ ধারণা কম নেই। তাই খারাপ লাগে না। উল্লেখ্য, বিপাশা কবির অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা হচ্ছে আকাশ আচার্য্য পরিচালিত ‘পরানে পরান বান্ধিয়া’। সামনে মুক্তির অপেক্ষায় আছে তার তিন তিনটি সিনেমা। সিনেমাগুলো হলো- ‘যার নয়নে যারে লাগে ভালো’, ‘জেদী মেয়ে’ ও ‘সোলমেট’। এছাড়া ব্যাংকক থেকে ফিরে একটা ওয়েব সিরিজের শুটিংয়ে অংশ নেয়ার কথা আছে তার।

ভয়েস/জেইউ।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION