বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০৮:০৩ পূর্বাহ্ন
ভয়েস নিউজ ডেস্ক:
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হার্ট অ্যাটাক হয়েছিল। এ কারণে শুক্রবার (১০ জুন) দিবাগত রাতে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। এখন দ্রুত তার হৃদযন্ত্রের এনজিওগ্রাম করার সিদ্ধান্ত নিয়েছে এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক বোর্ড। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
শনিবার (১১ জুন) দুপুরে মেডিক্যাল বোর্ডের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন তিনি।
ডা. জাহিদ হোসেন বলেন, ‘খালেদা জিয়ার অ্যাকিউট করোনারি হার্ট অ্যাটাক হয়েছে। মেডিক্যাল বোর্ড দ্রুত তার এনজিওগ্রাম করার সিদ্ধান্ত নিয়েছে।’
জানা গেছে, শনিবার দুপুর আড়াইটা নাগাদ এনজিওগ্রাম করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এদিকে, শনিবার বিকাল ৩টায় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ বিষয়ে বিস্তারিত জানাবেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান।শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ৭৬ বছর বয়সী খালেদা জিয়াকে শুক্রবার দিবাগত রাত ৩টা ২০ মিনিটে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়।
দণ্ডিত খালেদা জিয়া সরকারের নির্বাহী আদেশে গত দুই বছর ধরে মুক্ত জীবনযাপন করছেন। এই সময়ে বেশ কয়েকবার হাসপাতালটিতে চিকিৎসা নিয়েছেন তিনি। তার চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতাল বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিক্যাল বোর্ডও গঠন করে।
ভয়েস/জেইউ।