রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৪:৪৫ পূর্বাহ্ন
ভয়েস প্রতিবেদক, টেকনাফ:
করোনা উপসর্গ নিয়ে কক্সবাজারের টেকনাফ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা ফেরদৌস আহমদ জমিরী (৬৬) মারা গেছেন। তিনি টেকনাফ পৌরসভার কুলালপাড়ার মৃত মৌলভী এজাহার আহমদের ছেলে। রবিবার (১৪ জুন) সকালে উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরে এনজিও পরিচালিত হাসপাতালের করোনা ওয়ার্ডে তার মৃত্যু হয়।
টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম এ তথ্য এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘উখিয়া এনজিও পরিচালিত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার পরিষদের ভাইস চেয়ারম্যানের মৃত্যু হয়েছে। এসময় তার জ্বর সর্দি কাশি ছিল বলে জানা গেছে।
মৃতের পরিবার সদস্য ও স্থানীয়রা জানান, গত শুক্রবার ভাইস চেয়ারম্যান মাওলানা ফেরদৌস আহমদ জমিরীর করোনা উপসর্গ দেখা দেয়। তখন পরীক্ষার জন্য নমুনা জমা দেন টেকনাফ উপজেলা স্বাস্থ্য বিভাগে। পরে একইদিন তার শ্বাসকষ্ট, জ্বর ও সর্দিকাশি বেড়ে গেলে তাঁকে উখিয়ার কুতুপালং আইসোলেশন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। পরে তিনি আজ রবিবার সকালে সেখানে মারা যান। বাদ আসর হ্নীলার মৌলভীবাজারে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলামও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন।
ভয়েস/আআ