মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ১০:৪৯ অপরাহ্ন
বিনোদন ডেস্ক:
দুই পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী সোহানা সাবা ব্যক্তিগত জীবনে পরিচালক মুরাদ পারভেজের সঙ্গে ঘর বেঁধেছিলেন। অনেক আগে এ সংসারের ইতি টেনে পুত্রকে নিয়ে সিঙ্গেল মাদার হিসেবে জীবনযাপন করছেন। দীর্ঘ সময় পর সোহানা সাবা জানালেন বিয়ে করবেন তিনি। এ নিয়ে দীর্ঘ একটি পোস্ট দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। এ লেখার শুরুতে সাবা বলেন “অনেকেই ইনিয়ে-বিনিয়ে প্রকাশ্যে আড়ালে জানতে চাইছেন, আমি কবে বিয়ে করব?
সত্যি বলতে কোনো শিশুর জন্মের খবর শুনলে, সবাই দম্পতির কাছে জানতে চায় ‘তোমাদের খবর কবে শুনব?’ কারও মৃত্যু খবর শুনলে যেমন নিজের বা কাছের মানুষের মৃত্যুচিন্তা মাথায় ভর করে। তেমনি কারও বিয়ের খবর পেলে বিবাহ-সম্ভাব্য ব্যক্তির দিকে সবার নজর পড়ে যে তার নম্বর কবে আসবে?’’ ফের বিয়ের পিঁড়িতে বসলে আর ভুল করতে চান না সোহানা সাবা।
তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতে পছন্দ করি না। তবু বলছি, বিয়ে যদি কখনো করিও আর ভুল করব না সেটারই ট্রাই করব। ছোটবেলার এক সিদ্ধান্তে যা কিছু অগোছালো হয়েছে, তা সামলে কতটা উঠতে পেরেছি তা জানি না। তবে আর নিজেকে এলোমেলো দেখতে চাই না। কোনোরকম পিআর প্রেশার কাজ করবে না আমার সঙ্গে। জীবনটা খুব সুন্দর। জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে চাই।’ তিনি আরও বলেন, ‘আমি স্বাধীনতাগুলো আর হারাতে চাই না। আর যদি বিয়ে করি, তবে এটুকু নিশ্চিত হব যে, আমার এই স্বাধীনতাকে সম্মান করা হবে।’