মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০৮:৪০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

বিজয়-অনন্যা অনুষ্ঠান ছাড়লেন কেন?

বিনোদন ডেস্ক :

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় দেবরকোন্ডা। ‘লাইগার’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হচ্ছে তার। এতে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন অনন্যা পাণ্ডে।

আগামী ২৫ আগস্ট মুক্তি পাবে ‘লাইগার’। সিনেমাটির মুক্তিকে সামনে রেখে প্রচারের কাজে ব্যস্ত সময় পার করছেন এই তারকা জুটি। কয়েক দিন আগে সিনেমাটির প্রচারে মুম্বাইয়ে গিয়েছিলেন বিজয়-অনন্যা। কিন্তু বাধ্য হয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন তারা।

ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, গত ৩১ জুলাই মুম্বাইয়ের একটি শপিং মলে ‘লাইগার’ সিনেমার প্রচারের জন্য যান বিজয়-অনন্যা। কিন্তু মলের সামনে গিয়ে হতভম্ব হয়ে পড়েন তারা। কারণ পুরো অনুষ্ঠানস্থল দর্শকে ভরা ছিল। বিজয়-অনন্যাকে একঝলক দেখার জন্য দর্শকের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় অভিনেতা অর্জুন রেড্ডি উপস্থিত সকলকে শান্ত হতে বলেন। কিন্তু দর্শকরা শান্ত হননি। সর্বশেষ নিরাপত্তার স্বার্থে বাধ্য হয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন বিজয়-অনন্যা।

ওই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, দর্শকে ভরে আছে শপিং মল। ধাক্কাধাক্কির কারণে এক নারী ভক্ত অসুস্থ হয়ে পড়েন। পরে আয়োজকরা তাকে অনেক কষ্টে উদ্ধার করেন।

এদিকে বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছেন বিজয়। তাতে এ অভিনেতা লিখেন—‘আপনাদের ভালোবাসা আমার মন ছুঁয়েছে। আশা করি, আপনারা সকলে নিরাপদে বাড়ি ফিরেছেন। আপনাদের সঙ্গে ওখানে কিছুটা সময় কাটাতে পারলে আমি আরো বেশি খুশি হতাম।’

স্পোর্টস-অ্যাকশন ঘরানার ‘লাইগার’ পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য লিখেছেন পুরী জগন্নাথ। হিন্দির পাশাপাশি তেলেগু ভাষায় সিনেমাটির শুটিং হয়েছে। তা ছাড়াও তামিল, কন্নড় ও মালায়ালাম ভাষায় ডাবিং করে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION