বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০৩:৩৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

ভারতের স্বপ্ন ভেঙে স্বর্ণ জিতলো অস্ট্রেলিয়া

খেলাধুলা ডেস্ক:

কমনওয়েলথ গেমস নারী ক্রিকেটে স্বর্ণ জিতেছে অস্ট্রেলিয়া। বার্মিংহামে স্বর্ণপদকের লড়াইয়ে অস্ট্রেলিয়ার কাছে মাত্র ৯ রানে হেরে রৌপ্যপদক পেয়েছে ভারতীয় নারী ক্রিকেট দল। তৃতীয় হয়ে তাম্রপদক জিতেছে নিউজিল্যান্ডের নারীরা।

রোববার রাতে এজবাস্টনে হওয়া ফাইনাল ম্যাচে আগে ব্যাট করে ১৬১ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করেছিল অস্ট্রেলিয়া। জবাব দিতে নেমে ১৫২ রানে অলআউট হয়ে যায় ভারত। মাত্র ৩৪ রানে শেষের ৮ উইকেট হারিয়েছে তারা।

১৬২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তিন ওভারের মধ্যেই দুই ওপেনার শেফালি ভার্মা (১১) ও স্মৃতি মান্ধানার (৬) উইকেট হারায় ভারত। মাত্র ২২ রানে দুই উইকেট হারানোর পর দলকে জয়ের পথে ফেরান হারমানপ্রিত কৌর ও জেমাইমা রদ্রিগেজ।

এ দুজন মিলে তৃতীয় উইকেটে গড়েন ১২.১ ওভারে ৯৬ রানের জুটি। জেমাইমা ৩৩ বলে ৩৩ রান করেন, হারমানপ্রিত খেলেন ৪৩ বলে ৬৪ রানের ইনিংস। কিন্তু ১১৮ রানে এ জুটি ভাঙার পরই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারত। শেষের কেউই দায়িত্ব নিতে না পারায় ১৫২ রানে গুটিয়ে যায় দল।

অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ তিন উইকেট নিয়েছেন অ্যাশলে গার্ডনার, মেগান স্কাটের শিকার দুইটি উইকেট। ভারতের তিনজন ব্যাটার ফিরেছেন রানআউট হয়ে।

এর আগে ম্যাচের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ ৬১ রান করেন বেথ মুনি। মেগ ল্যানিং করেন ২৬ বলে ৩৬ রান। এছাড়া শেষ দিকে অ্যাশলে গার্ডনার ১৫ বলে ২৫ ও রাসেল হেইন্সের ১০ বলে ১৮ রানে ভর করে ১৬১ রানে পৌঁছায় অস্ট্রেলিয়া।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION