বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০৩:২০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

১০০ বলের খেলায় সেঞ্চুরি, ইতিহাসের পাতায় স্মিড

খেলাধুলা ডেস্ক:

১০০ বলের খেলায় সেঞ্চুরি, এমন কীর্তি কঠিন হলেও অসম্ভব কিছু নয়। তবে দ্য হান্ড্রেডের গেল মৌসুমে এমন কীর্তির দেখা মেলেনি। মিলল এবার, ১০০ বলের খেলায় ঝড়ের গতিতে ১০০ করলেন ইংলিশ ব্যাটসম্যান উইল স্মিড। মাত্র ৪৯ বলেই পেরোলেন ব্যক্তিগত শতরানের গণ্ডি। তাতেই টুর্নামেন্টটির ইতিহাসের পাতায় জায়গা করে নেন তিনি।

এজবাস্টনে দ্য হান্ড্রেডের অষ্টম ম্যাচে মুখোমুখি হয়েছিল বার্মিংহ্যাম ফনিক্স ও সার্দার্ন ব্রেভ। টস হেরে শুরুতে ব্যাট করতে নামে বার্মিংহ্যাম। নির্ধারিত ১০০ বলে তারা ৪ উইকেটের বিনিময়ে ১৭৬ রান তোলে।

তাদের এই রানের পাহাড় এসেছে স্মিডের কল্যাণে। তিনি একাই ইনিংসের অর্ধেক বল খেলেছেন, ২৫ বলে পেরোন ৫০। পরের ২৫ বলে তিনি যোগ করেছেন ৫১, শেষমেশ ৫০ বলে ১০১ রান করে অপরাজিত থাকেন স্মিড। ৪৯তম বলে সেঞ্চুরি পূরণ করে ইতিহাস গড়ে ফেলেন তিনি, দ্য হান্ড্রেডের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করার রেকর্ড গড়েন স্মিড। আগ্রাসী এই ইনিংস তিনি সাজান ৮টি চার ও ৬টি ছক্কার মারে।

তার সেঞ্চুরির সঙ্গে ক্রিস বেঞ্জামিন ১২ বলে ১৭ রান করেন। ক্যাপ্টেন মইন আলিও ১২ বলে ১৭ রান করে দলের সংগ্রহে অবদান রাখেন। লিয়াম লিভিংস্টোন একটু ধীরগতির ইনিংসই খেলেছেন, ২০ বলে করেছেন ২১ রান। ৬ বলে ১০ রান করেন ম্যাথিউ ওয়েড।

সাদার্ন ব্রেভের হয়ে ১০টি বল করে ১২ রানের বিনিময়ে ১টি উইকেট নেন মার্কাস স্টইনিস। ২০ বলে ২৯ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন ক্রিস জর্ডন। জ্যাক লিনটট ২০ বলে ৩৩ রান উপহার দিয়ে ১ উইকেট নিয়েছেন। জেমস ফুলার ১৫ বলে ২৬ রান দিয়ে ১টি উইকেট পকেটে পোরেন। উইকেট পাননি জর্জ গার্টন ও টাইমাল মিলস।

জবাবে ব্যাট করতে নেমে হেনরি ব্রুকসের তোপের মুখে পড়ে ব্রেভরা। ব্রুকস ২৫ রান খরচায় তোলেন ৫ উইকেট, সঙ্গে কেন রিচার্ডসন শিকার করেন ৩ উইকেট। তাতে ১২৩ রান তুলতেই ইনিংস শেষ হয় তাদের। ৫৩ রানে জেতে বার্মিংহ্যাম ফনিক্স। আর ইতিহাসগড়া স্মিড হন ম্যাচসেরা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION