বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ১০:৪২ পূর্বাহ্ন
বলরাম দাশ অনুপম:
চট্টগ্রামের রাউজান জগৎপুর অনাথালয়ের শিশুদের মাঝে বাজার ও খাবার সামগ্রী বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে হেল্পিং হ্যান্ডস অব চিটাগং নামের একটি সামাজিক সংগঠনের পক্ষ থেকে এই বাজার ও খাবার সামগ্রী বিতরন করা হয়। বিতরনকৃত জিনিসপত্রের মধ্যে রয়েছে- চাউল, ডাল, মুরগি, আলু, তৈল, মসলা, আম, বিস্কিট, চানাচুর। প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে কুমার রাজেন দাশ গুপ্ত, শুভাশিষ, বিরাজ ও ঝুম্পা দাশসহ এই সংগঠনের সদস্যদের সহযোগিতায়
করোনাকালীন সময়ে জগৎপুর অনাথালয়ের ১৬০ জন অসহায় অনাথ শিশুদের পাশে দাঁড়িয়েছে হেল্পিং হ্যান্ডস অব চিটাগং। জানা যায়- জগৎপুর অনাথ আশ্রমের শিশুরা বর্তমান করোনাকালীন সময়ে খুব কস্টে দিন কাটাচ্ছিল।
ভয়েস/আআ