মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০২:৩৯ অপরাহ্ন
বিনোদন ডেস্ক:
দক্ষিণী সিনেমার বরেণ্য অভিনেতা নান্দামুরি বালাকৃষ্ণা। বয়স ৬২ বছর হলেও এখনো রুপালি পর্দা দাপিয়ে বেড়াচ্ছেন এই অভিনেতা। এবার বড় পর্দায় পা রাখতে যাচ্ছেন বালাকৃষ্ণার পুত্র নান্দামুরি মোক্ষাগ্ন তেজা।
টলিউড ডটনেট এক প্রতিবেদনে জানিয়েছে— এর আগে গুঞ্জন উঠেছিল, পুরি জগন্নাতের হাত ধরে বড় পর্দায় অভিষেক হচ্ছে নান্দামুরি মোক্ষাগ্ন তেজার। এরপর ধারাবাহিকভাবে শোনা যায়, অনিল রবিপুড়ি, কৃষ, এসএস রাজামৌলির হাত ধরে অভিষেক হচ্ছে তার। তবে এসব গুঞ্জনেই সীমাবদ্ধ রয়েছে। এবার জানা গেলো, ‘শ্যাম সিং রায়’খ্যাত পরিচালক রাহুলের হাত ধরে চলচ্চিত্রে পা রাখছেন তেজা। খুব শিগগির এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন সংশ্লিষ্টরা।
পরিচালক রাহুলের মুখ থেকে সিনেমার গল্প শুনে পছন্দ করেছেন তেজা। এ বিষয়ে একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন—‘তেজার এই প্রজেক্টটি সবকিছু মিলিয়ে চূড়ান্ত। তেজার বাবা বালাকৃষ্ণা চাচ্ছেন, প্রেমের গল্প নির্ভর কাহিনি নিয়ে সিনেমায় অভিষেক হোক ছেলের। আপাতত আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।’
বালাকৃষ্ণার পরবর্তী সিনেমা ‘এনবিকে১০৭’। এতে হাঁটুর বয়েসী শ্রুতি হাসানের সঙ্গে রোমান্স করতে দেখা যাবে বালাকৃষ্ণাকে। এটি পরিচালনা করছেন গোপিচাঁদ মালিনেনি।
ভয়েস/আআ