বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০২:০০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

আবারো বেড়েছে মুরগি ও ডিমের দাম

নিত্য পণ্য,ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর অস্থিরতা বেড়েছে বাজারে। মূল্য পাঁচ টাকা কমানোর পরও বাজারে এর প্রভাব পড়েনি। শুক্রবার রাজধানীর কলাবাগান, হাতিরপুল, কারওয়ান বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

বাজার ঘুরে দেখা গেছে, বাজারে ব্রয়লার মুরগির সরবরাহ স্বাভাবিক থাকলেও সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি দাম বেড়েছে ১০ টাকা। ডিমের দাম হালিতে বেড়েছে দুই টাকা। বেড়েছে বিভিন্ন ধরনের শাকের দাম। প্রায় সব ধরনের শাক আঁটিপ্রতি দাম বেড়েছে ৪-৫ টাকা। সবজি ও মাছের দাম না বাড়লেও আগে উচ্চমূল্যেই বিক্রি হচ্ছে। তবে চালের দাম কিছুটা কমেছে।

বাজার ঘুরে দেখা গেছে, রাজধানীর বিভিন্ন বাজারে চালের দাম কেজিপ্রতি ২ থেকে তিন টাকা কমেছে। ৫০ কেজির বস্তা ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত কমে বিক্রি হচ্ছে। চালের বাজার ঘুরে দেখা গেছে, বাজারে কথিত মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৭২ থেকে ৭৫ টাকায়, যা আগে ছিল ৭৫ থেকে ৭৮ টাকা। ভালোমানের নাজিরশাইল ৭৩ থেকে ৮২ টাকা কেজি, এক সপ্তাহ আগে যা বিক্রি হয় ৭৫ থেকে ৮৫ টাকায়। এছাড়া মোটা চাল ব্রি-২৮ বিক্রি হচ্ছে ৫৭ থেকে ৫৮ টাকা কেজি। আগে এ চালের দাম ছিল ৬০ টাকা কেজি।

সবজির বাজার ঘুরে দেখা গেছে সপ্তাহের ব্যবধানে দাম না বাড়লেও আগের বর্ধিত দামেই বিক্রি হচ্ছে। শিম বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকা কেজি। টমেটো ১৪০ থেকে ১৫০ টাকা, যা একমাস আগে ছিল ১১০ থেকে ১২০ টাকা। গাজর ১০০ থেকে বেড়ে ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এক মাসের ব্যবধানে লম্বা বেগুন কেজিপ্রতি ৬০ থেকে বেড়ে বিক্রি হচ্ছে ৯০ থেকে ৯৫ টাকা। গোল বেগুন এক মাস আগে ৮০ টাকায় বিক্রি হয়েছিল। এখন বেড়ে ৯৫-১১০ টাকা, করলা ৫৫ থেকে বেড়ে ৭৫ টাকা, পটল ৪০ টাকা থেকে বেড়ে ৫৫ টাকা, চিচিঙ্গা ৫৫ থেকে বেড়ে ৬৫ টাকা, শসা ৪৫ থেকে বেড়ে ৭০-৭৫ টাকা, কচুর লতি ৭০ থেকে বেড়ে ৯০ টাকা, ঝিঙে ৩০ থেকে বেড়ে ৫০, ঢেঁড়স ৬৫ থেকে বেড়ে ৭৫ টাকা, ধুন্দুল ৫৫ থেকে বেড়ে ৬৫ টাকা, বরবটি ৬৫ থেকে বেড়ে ৯০ টাকায় বিক্রি হচ্ছে।

পাবদা মাছ বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৬০০ টাকা কেজি, শিং মাছ ৪০০ থেকে ৫২০ টাকা, রুই মাছ ৩৫০ থেকে ৫০০ টাকা, তেলাপিয়া ১৮০ থেকে ২২০ টাকা, কৈ মাছ ২২০ থেকে ২৮০ টাকা, পাঙাস মাছ ১৮০ থেকে ২৫০ টাকা। চিংড়ি মাছ মাঝারি সাইজের প্রতি কেজি বিক্রি হচ্ছে ১০০০ থেকে ১২০০ টাকা, বড় সাইজের চিংড়ি ১১৫৫ থেকে ১৮৫০ টাকা কেজি।

সপ্তাহের ব্যবধানে ফার্মের মুরগির লাল ডিম প্রতিটি দুই টাকা, হালিতে আট টাকা ও ডজনে ২৪ টাকা বেড়েছে। প্রতিটি ডিম ১২ টাকা, এক হালি ৪৮ টাকা, আর ডজন ১৪৪ টাকায় বিক্রি হচ্ছে।

কলাবাগানের সবজি ব্যবসায়ী জুয়েল মিয়া ঢাকা টাইমসকে বলেন, ‘সবজির দাম চড়া রয়েছে। নতুন সবজি বাজারে আসার সাথে সাথে দাম বেড়ে যায়। বেড়ে যাওয়ার কারণ ট্রাক ভাড়া এখনো বেশি নিচ্ছে।’

কারওয়ান বাজারের মাছ ব্যবসায়ী রুহুল আমিন ঢাকা টাইমসকে বলেন, ‘মাছের দাম কিভাবে কমবে! আমরা তো কমে বিক্রি করতে চাই। কিন্তু যাতায়াত ভাড়া বেশি নিচ্ছে।’

ডিম বিক্রেতা মো. কামরুজ্জামান কামরুল ঢাকা টাইমসকে বলেন, ‘ডিমের দাম বাড়তি। উৎপাদন কমে গেছে, ফলে দাম বেড়েছে।’

কারওয়ান বাজার এলাকার ক্রেতা আসাদুল ইসলাম ঢাকাটাইমসকে বলেন, ‘বাজারে গেলে মাথা ঘুরে। সব কিছুর দাম বেড়েছে। আমার মনে হচ্ছে এখন অতিরিক্ত হয়ে গেছে। বাজার সিন্ডিকেট ধরে জেলে দিলে সব ঠিক হয়ে যাবে।’

ক্রেতা সাইদুর রহমান ঢাকা টাইমসকে বলেন, ‘দেশে বাজার নিয়ে যা শুরু হয়েছে। একটার দেখাদেখি আরেকটা দাম চাড়া। যে পণ্যের দাম কম সেই পণ্যও একসময় দাম বেড়ে যায়! এসব কেন করছে ওরা? ওরাও মানুষ আমরাও মানুষ। আমি মনে করি অন্তত একটু মনুষত্ব থাকা উচিৎ ব্যবসায়ীদের।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION