বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৫:৫৪ অপরাহ্ন
খেলাধুলা ডেস্ক:
ফিফার সবশেষ প্রকাশিত র্যাংকিংয়ে আর্জেন্টিনা তৃতীয় স্থানে, আর মধ্য আমেরিকার দেশ হন্ডুরাসের অবস্থান ৮০। খেলা র্যাংকিং দিয়ে বিচার্য নয়, কিন্তু শক্তিমত্তার এই প্রভাব ম্যাচে সহজেই আন্দাজ করা গেলো। বাংলাদেশ সময় শনিবার (২৪ সেপ্টেম্বর) সকালে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হার্ড রক স্টেডিয়ামে মুখোমুখি হয়ে হন্ডুরাসকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। এরমধ্যে সাত বারের ব্যালন ডি’অরজয়ী লিওনেল মেসি জাল খুঁজে নিয়েছেন দুই বার।
আর দুই মাস পরে কাতারে বসছে বিশ্বকাপ আসর। আর এর ঠিক আগে শেষ পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে নিতে বেশ কিছু পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনিও। অবশ্য এর মধ্যেও পুরোটা সময়েই খেলেছেন লিওনেল মেসি, একটি পেনাল্টিসহ করেছেন জোড়া গোল।
ভয়েস/আআ