মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ১০:০৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

অন্তঃসত্ত্বা বুবলীর ছবি নিয়ে হইচই

বিনোদন ডেস্ক:

চিত্রনায়িকা শবনম বুবলীর একটি পোস্ট ঘিরে সরগরম চলচ্চিত্রপাড়া। সেই ফেইসবুক পোস্টে দেখা যায় তাকে ‘বেবি বাম্প’সহ। এটা কি বাস্তব কোনো ছবি, নাকি শ্যুটিংয়ের অংশ, সেটা জানা যায়নি। যে কারণে এ পোস্ট ঘিরে তৈরি হয়েছে রহস্য। অন্যদিকে বুবলীকে মা হওয়ায় শুভকামনা জানাচ্ছেন ভক্তরা। বুবলী পোস্টে লিখেছেন, ‘আমি আমার জীবনের সঙ্গে। ফিরে দেখা আমেরিকা।’ ছবিটির সঙ্গে বর্তমান বুবলীর লুকের তেমন কোনো মিল নেই। ধারণা করা হচ্ছে, দুই বছর আগে যুক্তরাষ্ট্রে ছিলেন এ অভিনেত্রী। এটি সেই সময়ের ছবি। এখন প্রশ্ন উঠতে পারে, তাহলে কি সেই সময় মা হয়েছেন এই নায়িকা। যদিও তখন বিভিন্ন অনলাইনে খবর রটেছিল, এই নায়িকা মা হয়েছেন। তার একটি সন্তান রয়েছে।

সেই সময় দেশে ফিরে এই সন্তানের জন্মদান প্রসঙ্গে কোনো কথা বলেননি বুবলী। তাকে প্রশ্ন করা হয়েছিল, ‘আপনার আড়ালে থাকার সময়টাতে কেউ বলছেন আপনি সন্তানের মা হয়েছেন। আসলে ঘটনা কী, এ বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করুন।’ বুবলী জানিয়েছিলেন, ‘আসলে আমার প্রেম, বিয়ে, সংসার, সন্তান নিয়ে সব সময় নানা ধরনের কথা হয়েছে। আমার কাছে মনে হয়, ব্যক্তিগত বিষয় নিয়ে কথা না-ই বলি। সময়ের সঙ্গে সবকিছুই পরিষ্কার হবে। আমরা যারা বিনোদন অঙ্গনে কাজ করি, কাজের জন্য সবাই আমাদের ভালোবাসেন। তাই আমিও চাই না, ব্যক্তিগত জীবন কাজের চেয়ে বেশি ফোকাসড হোক।’

এই সময় বুবলী আরও বলেন, ‘শুরু থেকে আমি এভাবেই চলার চেষ্টা করেছি। একতরফা অনেকে অনেক কিছুই শোনেন। এটাও ঠিক, আমরা যারা বিনোদন অঙ্গনে কাজ করি, তাদের ব্যক্তিগত জীবন সম্পর্কেও অনেকে অনেক কিছু জানতে চান। সেই চাওয়া ও আগ্রহকে অবশ্যই সম্মান করি। তাই বলে অনেক কল্পকাহিনী শুনে আপনারাও অনেক কিছু একতরফাভাবে বাছবিচার করে ফেলবেন না যেন। এমনটা করবেন না। সময়টুকুর প্রতি সম্মান দিন। সবকিছু একটা নির্দিষ্ট সময় পর সবার কাছে পরিষ্কার হয়। আমি বলব, গল্পের পেছনেও অনেক গল্প থাকে, তাই আমরা আপাতত ওসবে কান না দিই।’

সেই সময় অনলাইন গণমাধ্যম সূত্রে জানা গিয়েছিল, শাকিব খানের সঙ্গে বুবলীর প্রেম রয়েছে। সেই হিসেবে বাবা হয়েছেন শাকিব খান। এই বিষয়ে শাকিব খানও মুখ খোলেননি। কিন্তু এবার বুবলী কেন রহস্যের আশ্রয় নিলেন? বুবলীর এ পোস্ট ঘিরে আরও বেশি আলোচনার কারণ শাকিব খান। আজ শাকিব খানের সন্তান আব্রাম খান জয়ের জন্মদিন। বিশেষ এই দিন ঘিরে ভক্তরা বলাবলি করছেন, আজ এক সন্তানের জন্মদিনে আরেক সন্তান প্রকাশ্যে এলো, যার সত্যতা মেলেনি। তবে বুবলীভক্তরা প্রিয় তারকার এমন খুশির সংবাদে ফেইসবুকে শুভকামনা জানাচ্ছেন। কেউ কেউ বুবলীর সন্তানের ছবি দেখার আগ্রহ প্রকাশ করে মন্তব্য করছেন। বুবলী যদি যুক্তরাষ্ট্রে দুই থেকে আড়াই বছর আগের এ ছবি পোস্ট করে থাকেন, তাহলে তার মা হওয়ার কথা। এ তারকার সন্তান এখন কোথায় রয়েছে, আদৌ মা হওয়ার বিষয়টি সত্য কি-না, এ বিষয়ে জানার জন্য বুবলীকে একাধিকবার ফোন করা হয়। কিন্তু তিনি ফোন রিসিভ করেননি। জানা যায়, এ নায়িকা এখন ঢাকার একটি হাসপাতালে ‘চাদর’ সিনেমার শ্যুটিং করছেন। শ্যুটিং সেটে তাকে বেবি বাম্পের অবস্থায় দেখা যায়নি। এমনকি সম্প্রতি এফডিসিতে শ্যুটিংয়েও তাকে সিøম ফিগারে দেখা গেছে। মা হওয়ার মতো শারীরিক কোনো লক্ষণ ছিল না। একটি সূত্র জানায়, ছবিটি পোস্ট করে মন খারাপ করে শ্যুটিংয়ের একটি রুমে বসে আছেন বুবলী।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION