মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০৮:১৯ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক:
শাকিব খানের সঙ্গে নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে তোলা তিনটি ছবি শেয়ার করেছেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী শবনম বুবলী। বুবলী তার নিজের ভেরিফায়েড পেজ থেকে গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে তার ও শাকিব খানের তিনটি ছবি শেয়ার করেন।
ছবিগুলোর ক্যাপশনে তিনি লেখেন, এখন পর্যন্ত আমার জীবনের স্মরণীয় দুটো তারিখ ২০.০৭.২০১৮ এবং ২১.০৩.২০২০। প্রথমটি আমাদের বিয়ের তারিখ আর দ্বিতীয়টি আমাদের সন্তান জন্মের তারিখ। এরপর শেয়ার করা তিনটি ছবির লোকেশন জানিয়ে তিনি সবার কাছে নিজেদের জন্য দোয়া চান। ছয় দিন আগে হঠাৎ করেই নিজের বেবি বাম্পের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে আলোচনার কেন্দ্রে চলে আসেন জনপ্রিয় এই নায়িকা। এর পর তিন দিন আগে সন্তানের ছবিসহ মিডিয়ার সামনে আসেন। তার সোশ্যাল মিডিয়ায় পোস্টের পর শাকিব খানও তাদের সন্তান শেহজাদ খান বীর এর ছবিসহ স্বীকারোক্তিমূলক পোস্ট দেন। তবে ‘কবে বিয়ে করেছেন’ এই প্রশ্নের উত্তর মিলল বিয়ের তারিখ ও ছবিসহ সোশ্যাল মিডিয়ার এই পোস্টে।
ভয়েস/আআ