বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০১:৫৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

সেমিফাইনাল নিশ্চিত নাকি পচা শামুকে কাটবে পা

খেলাধুলা ডেস্ক:

‘হোম গ্রাউন্ডে খেলা, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আমরা। যদি কোনও কারণে সেমিফাইনালে মিস করি আমাদের দলের থেকে মনে হয় না অন্য কারও খারাপ লাগাটা কাজ করবে’-শ্রীলঙ্কার বিপক্ষে অপ্রত্যাশিত, বিব্রতকর হারের পর এভাবে বলছিলেন পেসার জাহানারা আলম।

জাহানারারা ছলছল কাজল চোখ বলে দিচ্ছিলো কতটা আঘাত করেছে লঙ্কানদের কাছে হার। তবে সুযোগ এখনো হাতছাড়া হয়ে যায়নি। এ সব ভুলে রাত পোহালেই নামতে হবে কোমর বেঁধে আরব আমিরাতের বিপক্ষে। তাদের বিপক্ষে জয় এলেই নিশ্চিত সেমিফাইনাল। মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল ৯টায় সিলেটে ম্যাচটি শুরু হবে।

থাইল্যান্ডকে উড়িয়ে বাংলাদেশের কাজটা সহজ করে দিয়েছে ভারত। ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা উঠে গেছে সেমিফাইনালে। শেষ জায়গাটির লড়াইয়ে আছে থাইল্যান্ড ও বাংলাদেশ। ৬ পয়েন্ট নিয়ে চারে থাইরা, আর দুই পয়েন্ট কম নিয়ে পাঁচে স্বাগতিকরা।

থাইরা হারায় এখন আমিরাতের বিপক্ষে জয় প্রয়োজন বাংলাদেশের। ম্যাচটি জিতলেও থাইদের সমান ৬ পয়েন্ট হবে তবে নেট রান রেটে এগিয়ে থাকায় সেমির টিকিট পাবে লাল সবুজের দল। বাংলাদেশের রানরেট যেখানে ০.৪২৩ সেখানে থাইল্যান্ডের পয়েন্ট -০.৯৪৯। আর হারলেই কেল্লাফতে।

আমিরাত টুর্নামেন্টের দুর্বল দলগুলোর একটি। ৫ ম্যাচ খেলে একমাত্র জয় মালয়েশিয়ার বিপক্ষে। শক্তি সামর্থ্যে সবদিক দিয়ে এগিয়ে বাংলাদেশ। তবে আমিরাতের মেয়েদের বোলিং যতটা ভালো ততটা খারাপ ব্যাটিং-ফিল্ডিং। একটু দেখে শুনে খেলতে পারলেই তাদের উড়িয়ে দিতে পারবে বাংলাদেশের মেয়েরা।

শ্রীলঙ্কার বিপক্ষে ৩ রানের হারে মানসিকভাবে প্রচণ্ড ধাক্কা খেয়েছে বাংলাদেশ। দুর্দান্ত বোলিংয়ের পর ব্যাটারদের আত্মহুতির মিছিলে জয় পেয়ে যায় শ্রীলঙ্কা। ট্রফির রেসে থাকতে হলে ঘুরে দাঁড়ানো ছাড়া কোনো বিকল্প নেই। সোমবার সকালে ম্যাচে বৃষ্টি হানা দিলেও আজকের আবহাওয়া বার্তায় সম্ভাবনা নেই। এটাও বাংলাদেশের জন্য স্বস্তির। কারণ বৃষ্টিতে ম্যাচ ভেসে গেলে কপাল খুলবে থাইদের, পুড়বে বাংলাদেশের।

এর আগে আমিরাতের বিপক্ষে মাত্র ১টি ম্যাচ খেলে বাংলাদেশ। সেখানে জয় পায় নিগার সুলতানা জ্যোতির দল। সবদিক দিয়ে এগিয়ে থাকা বাংলাদেশ কি তাদের হারাতে পারবে? নাকি কাটবে পা পচা শামুকে। লঙ্কানদের বিপক্ষে যেভাবে হেরেছে বাংলাদেশ, এমন প্রশ্ন ওঠা স্বাভাবিক বটে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION