বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০১:৫৫ অপরাহ্ন
খেলাধুলা ডেস্ক:
নিউজিল্যান্ডের সঙ্গে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। তবে ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস জিতে নিয়েছে ব্যাংটিয়ের সিদ্ধান্ত।সকালে টস জিতে পাকিস্তান অধিনায়ককে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশে অধিনায়ক সাকিব আল হাসান।
টস জেতার পর অধিনায়ক সাকিব বলেছেন, ‘এই ম্যাচ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। জয়ের লক্ষ্য নিয়েই আমরা খেলতে নামছি। বিশ্বকাপের একটা মোমেন্টামের প্রয়োজন। তাই একটি জয় আমাদের ভীষণ প্রয়োজন।’
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), ইয়াসির আলী, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম।
পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), শান মাসুদ, ইফতিখার আহমেদ, শাদাব খান, হায়দার আলী, আসিফ আলী, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, মোহাম্মদ হাসনাইন।
ভয়েস/আআ