বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ১০:৩৯ পূর্বাহ্ন
খেলাধুলা ডেস্ক:
ব্রিসবেনের গ্যাবায় গুরুত্বপূর্ণ ম্যাচ শেষে অস্ট্রেলিয়া ও আয়ারল্যান্ডের যে কোনও একটি দলের সেমিফাইনালে খেলার আশা শেষ হয়ে যেতে পারে। হারলে কার্যত গ্রুপ-১ এর সেরা দুইয়ে থাকা প্রায় অসম্ভব। তবে জিতলে বেঁচে থাকবে সেমিফাইনালের আশা। শেষ চার বাজি রেখে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও আয়ারল্যান্ড।
দুই দলই সুপার টুয়েলভের তৃতীয় ম্যাচ শেষে ইংল্যান্ডের সমান তিনটি করে পয়েন্ট পেয়েছে। নিউ জিল্যান্ড ৫ পয়েন্ট নিয়ে এই গ্রুপে শীর্ষে। অস্ট্রেলিয়া বনাম আয়ারল্যান্ড ম্যাচের জয়ী দল নিশ্চিতভাবে সেমিফাইনালের পথে শক্ত অবস্থান নেবে। অন্যদিকে হেরে যাওয়া দলকে সেরা দুইয়ে থাকতে হলে গাণিতিক মিরাকলের প্রয়োজন হবে।
কাগজে কলমে অস্ট্রেলিয়ার সহজেই জেতা উচিত। তারা টুর্নামেন্টের আয়োজক এবং বর্তমান চ্যাম্পিয়ন। কিন্তু কাগজে কলমে তো ম্যাচ জেতা যায় না। ফর্মে থাকা আয়ারল্যান্ড এরই মধ্যে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মতো জায়ান্ট বধ করেছে।
তাই আইরিশদের হালকাভাবে নিচ্ছেন না অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যারন ফিঞ্চ, ‘তারা সত্যিকারের কয়েকজন প্রতিভাবান খেলোয়াড়কে পেয়েছে। অনেক অভিজ্ঞতা তাদের, বিশেষ করে টপ অর্ডারে। তারা কখনোই এমন দল নয় যে, হালকাভাবে নিতে পারবেন।’
অবশ্য অস্ট্রেলিয়ার জন্য দুই ম্যাচের দুটি জয়ই যথেষ্ট হবে না। নেট রান রেটে উন্নতি করতে তাদের জিততে হবে বড় ব্যবধানে। নিউ জিল্যান্ডের কাছে বড় হারে তাদের নেট রান রেটে (-১.৫৫৫) বড় ধাক্কা লেগেছে।
আয়ারল্যান্ডের বিপক্ষে বড় জয় শেষ পর্বের আগে অস্ট্রেলিয়ার প্রতিদ্বন্দ্বীর ওপর চাপ ফেলতে পারে। তাই জয়ের সঙ্গে ব্যবধানটাও মাথায় রাখতে হবে অজিদের।আজ বাংলাদেশ সময় বেলা ২টায় মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও আয়ারল্যান্ড।
ভয়েস/আআ