বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০৯:০৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

 শেখ হাসিনার নির্দেশে তারেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা : রিজভী

ভয়েস নিউজ ডেস্ক:

বিরোধী দলকে নির্যাতন করতে সরকার আইন-আদালতকে ব্যবহার করছে বলে অভিযোগ তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বিদেশে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলেও দাবি করেছেন তিনি।

রিজভী বলেছেন, ‘বিএনপির আন্দোলন দেখে ভীত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রীর নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।’

তিনি বলেন, ‘যতই নির্যাতন করুন না কেন, আইনশৃঙ্খলা বাহিনী ও আইন আদালতকে ব্যবহার করে সরকারের শেষ রক্ষা হবে না। সরকার এক অজানা ভয় থেকে তারেক রহমান ও তার পরিবারের বিরুদ্ধে মামলা করেছে। পতনের ভয় থেকেই এসব করছে।’

মঙ্গলবার (১ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে বিক্ষোভ মিছিল শেষে এক বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে তাৎক্ষণিকভাবে মিছিলের আয়োজন করা হয়। এতে দলটির প্রায় ৫০০ নেতাকর্মী অংশ নেন।

এ সময় তারেক ও জোবাইদার বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান রিজভী।বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন দলের স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, অধ্যাপক আমিনুল ইসলাম, তরিকুল ইসলাম তেনজিং, কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ছাত্রদলের কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, যুবদলের সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না, কামরুজ্জামান দুলাল, গোলাম মাওলা শাহীন, এনামুল হক, ওমর ফারুক কাওছার, মেহেবুব মাসুম শান্ত, স্বেচ্ছাসেবক দলের শফিউদ্দিন সেন্টুসহ অনেকে।

এর আগে মঙ্গলবার দুর্নীতির দুটিসহ মোট চার মামলায় দণ্ডিত তারেক রহমানকে জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আরও একটি মামলায় গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার স্ত্রী জোবাইদা রহমানকেও গ্রেপ্তারের আদেশ দেওয়া হয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION