বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৯:৫১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব: শেহবাজ শরীফ

আন্তর্জাতিক ডেস্ক:

ইমরান খানের ওপর গুলির ঘটনায় জড়িত থাকার সামান্য প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। বৃহস্পতিবার লং মার্চের সময় ইমরান খানের পায়ে গুলি করা হয়। এরপর তিনি এতে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ ও আইএসআইয়ের একজন মেজর জেনারেলকে দায়ী করেছেন। সব পক্ষই এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। সর্বশেষ এ অভিযোগ শনিবার বিকেলে জোর দিয়ে প্রত্যাখ্যান করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, তিনি বা অন্য দু’জনের কেউই এ ঘটনার সঙ্গে জড়িত নন।

তিনি আরও বলেন, যদি আমি অথবা অন্যরা এই ষড়যন্ত্রে জড়িত থাকি তাহলে আমার এক সেকেন্ডও ক্ষমতা থাকার অধিকার নেই। যদি আমার বিরুদ্ধে সামান্য প্রমাণও থাকে, তাহলে চিরদিনের জন্য রাজনীতি ছেড়ে দেব। এদিন তিনি প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালকে ইমরান খানের অভিযোগ তদন্তের জন্য পূর্ণাঙ্গ কোর্ট গঠনের আহ্বান জানান। তিনি বলেন, আমি মনে করি ন্যায়বিচারের জন্য অবিলম্বে এই সিদ্ধান্ত নেয়া উচিত। আমি আশা করি জনগণের পক্ষে আমার এই অনুরোধে সমর্থন পাব।

তিনি প্রধান বিচারপতির উদ্দেশে বলেন, যদি এই অনুরোধ না রাখা হয় তাহলে এসব প্রশ্ন চিরদিন রয়েই যাবে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION