বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৯:৫১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

গোপনে মস্কোর সঙ্গে সমঝোতা করতে কিয়েভকে অনুরোধ যুক্তরাষ্ট্রের

ভয়েস নিউজ ডেস্ক:

ইউক্রেন যুদ্ধ নয় মাসে প্রবেশ করলেও সহসা শেষ হওয়ার কোনো লক্ষণ নেই। অথচ এ যুদ্ধ নিয়ে ইতিমধ্যে সারা বিশ্ব ক্লান্ত হয়ে পড়েছে। জ্বালানি ও খাদ্যপণ্যের দাম বাড়ায় দেশে দেশে চলছে অসন্তোষ। রুশ হামলা মোকাবিলায় স্বয়ং ইউক্রেনেও আগের মতো উদ্যম নেই। এ অবস্থায় মস্কোর সঙ্গে সমঝোতার দরজার খোলা রাখতে গোপনে ইউক্রেনের কর্মকর্তাদের অনুরোধে করেছে যুক্তরাষ্ট্র। শনিবার (৫ নভেম্বর) মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে।

ওয়াশিংটন পোস্টের বরাতে রাশিয়া টাইমস (আরটি) ও আলজাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ইউক্রেনের কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে সম্প্রতি গোপনে অনুরোধ করেছেন, তারা যেন মস্কোর সঙ্গে আলোচনা বা সমঝোতার দরজার খোলা রাখেন। সমঝোতার জন্য ইউক্রেনের ওপর চাপ তৈরি করতে এটা করা হয়নি। বরং আন্তর্জাতিক মহল দীর্ঘস্থায়ী ইউক্রেন যুদ্ধকে কতটা সমর্থন করবে, তা সতর্কভাবে হিসেব করতে করা হয়েছে।

মার্কিন পরাষ্ট্রমন্ত্রণালয়ের কয়েকটি সূত্র পোস্টকে নিশ্চিত করছেন, গত মাসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন। এটা বিশ্বে উদ্বেগ তৈরি করেছে। বিশেষত ইউক্রেন যুদ্ধের অন্যতম সহযোগী ইউরোপ এটা ভালোভাবে নেয়নি। তাছাড়া আফ্রিকা ও উত্তর আমেরিকার দেশগুলোও এতে আতঙ্ক বোধ করছে। কারণ, যুদ্ধের কারণে খাদ্য ও জ্বালানির দাম বাড়ায় সেখানে বেশ অস্থিরতা চলছে। এ অবস্থায় যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে, ইউক্রেনের পক্ষে বিশ্বের সমর্থন কমে যেতে পারে।

এক মার্কিন কর্মকর্তা পোস্টকে এও বলেছেন, যুদ্ধ নিয়ে ইউক্রেনের জনগণের মধ্যেও উদ্যমে ভাটা পড়ছে। শুরুতে যতটা উৎসাহ নিয়ে তারা রুশদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আগ্রহ দেখাত, বর্তমানে তা কমেছে।

এদিকে পুতিনসহ রুশ কর্মকর্তা সম্প্রতি বারবার আলোচনার আগ্রহের কথা জানিয়েছেন। সোমবার (৩১ অক্টোবর) পুতিন বলেছেন, কিয়েভের তরফে আলোচনার কোনো আগ্রহ না থাকলে, আমরা কার সঙ্গে সমঝোতা করব। এ অবস্থায় আমাদের অনুকূল পরিবেশ তৈরি হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

অন্যদিকে রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ গত সপ্তাহে বলেছেন, ইউক্রেন সংকট সমাধানের আলোচনায় যুক্তরাষ্ট্রকেও অন্তর্ভূক্ত করতে হবে। পশ্চিমারা যেহেতু ইউক্রেনের অন্যতম সহাযোগী, তাই শুধু কিয়েভকে নিয়ে ইউক্রেনের কোনো শান্তি আলোচনা হতে পারে না।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION