বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৫:৫৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

আওয়ামী সরকারের ফাঁদে পা দেবে না বিএনপি: ফখরুল

ভয়েস নিউজ ডেস্ক:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘অতীতের মতো এবারও ঢাকার সমাবেশ পল্টনেই হবে। কোনও অবস্থাতেই সরকারের পাতা ফাঁদে পা দিয়ে অন্য কোথাও সমাবেশ করবে না বিএনপি।’

শনিবার (৩ ডিসেম্বর) রাজশাহীর মাদ্রাসা মাঠে বিভাগীয় গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘কাটাছেঁড়া সংবিধানের আইন মেনে সরকারের অধীনে নির্বাচনে যাবে না বিএনপি। তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন দিতে হবে। অবৈধভাবে ক্ষমতা দখলকারী সরকার বিএনপিকে ভয় পায়। ভয় পায় নিরপেক্ষ নির্বাচন দিতে। কিন্তু দেশ ও দেশের মানুষকে রক্ষার পাশাপাশি সরকারের দুঃশাসন বন্ধ করা, নিত্য পণ্যপর দাম কমিয়ে দেশকে স্থিতিশীল করা সর্বোপরি দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে তারেক জিয়ার নির্দেশে বিএনপি যে আন্দোলন শুরু করেছে সেটি বানচালে সবরকম চেষ্টা করছে সরকার। এজন্য তারা করছে নানা কূটকৌশল।’

বিএনপির এই নেতা বলেন, ‘বিগত কয়েক বছরে বিএনপির ৬০০ নেতাকর্মী গুম করা হয়েছে। ৯ জনকে মৃত্যুদণ্ড আর ২৫ জনকে মিথ্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সরকার যখন দেখতে পাচ্ছে, দেশের মানুষ আর তাদের পছন্দ করছে না তখন সরকারের অধীনে পাতানো নির্বাচন করতে চাচ্ছে।’

তিনি বলেন, ‘বিএনপি আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়ার মুক্তি, তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনাসহ দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বদ্ধপরিকর।’ এ জন্য দেশের বিভাগীয় আন্দোলন শেষে আগামী ১০ ডিসেম্বর ঢাকার সম্মেলনকেও সফল করতে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION