মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৭:০৬ অপরাহ্ন
ফুটবলের জাদুকর মেসি
একজন সফল দলনেতা
ফুটবল খেলার কারিগর
পায়ে যার চুম্বকের মতো
ফুটবল লেগে থাকে,
বল কাটাকাটি করে
এগিয়ে যায় নির্দ্বিধায়
প্রতিপক্ষের বাধা টপকে
বল নিয়ে ছুটে চলে
যাদুকর মেসি,
চোখে মুখে নিশ্বাসে জ্যোতি
বিনম্র হাসিমুখ
যার একমাত্র স্বপ্ন
ফুটবল ফুটবল আর ফুটবল।
পেনাল্টিতেও নিপুণ কৌশলী
গোল তৈরি করে দেয়াতেও
যাদুর স্পর্শে ছুটে চলেন,
দলের সবাই পরস্পরের
আত্মবিশ্বাসে দৃঢ় সংকল্পবদ্ধ,
টান টান উত্তেজনায়
ছন্দময় খেলা দেখেছে দর্শক
এক নিশ্বাসে নব্বই মিনিট।
সেমিফাইনালে দেখেছে সারা বিশ্ব
মেসির যাদুর খেলা,
টিমের সবাই তৎপর
প্রাণপণ চেষ্টা তাদের,
গোলকিপার তো কত নান্দনিকতায়
চোখের পলকে ফিরায় গোল
বাজ পাখির মতোই উড়ে গিয়ে
জাপটে ধরে বল,
দর্শক একটা সেরা দেখেছে কাল
চৌদ্দ ডিসেম্বর,
ফিফা বিশ্বকাপ, ২০২২
ফাইনালে পৌঁছেছে আর্জেন্টিনা।
ফুটবলের জাদুকর মেসি
বিশ্বকাপ জিতবে স্বপ্ন দেখি,
সোনার বুট মেসিকেই মানায়
এবারের বিশ্বকাপ মেসিরই প্রাপ্য
সর্বকালের সেরা মেসির হাতেই উঠুক
এবারের বিশ্ব কাপ।
১৪.১২.২২