মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ১২:৫১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

সাবিনাদের হ্যাটট্রিক শিরোপা জয়

খেলাধুলা ডেস্ক:

মেয়েদের ফুটবলে এমনিতে বসুন্ধরা কিংসের ধারে কেউ নেই। লিগে টানা দুটি আসরের শিরোপা উঠেছে তাদের হাতেই। এবার ছিল হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ। সেটা বেশ ভালোভাবে কাজে লাগিয়ে টানা তৃতীয়বারের মতো নারী ফুটবল লিগের শিরোপা ঘরে তুলেছে সাবিনা-কৃষ্ণরা। লিগের শেষ ম্যাচে শেষ ৮ মিনিটের ঝলকে আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাবকে (এআরসিবি) ২-০ গোলে হারিয়ে শিরোপা উৎসব করেছে বসুন্ধরা।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে শুক্রবার আতাউর রহমান কলেজ ২৪ মিনিটে প্রথম সুযোগ নষ্ট করে। আকলিমা খাতুন কিংসের তিন ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে পড়েছিলেন ঠিকই। কিন্তু জায়গা ছেড়ে এগিয়ে এসে আকলিমার শট আটকে দিয়েছেন রুপনা চাকমা। ৩৯ মিনিটে বক্সের বাইরে থেকে কৃষ্ণার দূর পাল্লার শট ক্রসবারে লেগে প্রতিহত হয়েছে।

বিরতির পর বসুন্ধরা চেষ্টা করেও গোল পাচ্ছিল না। শেষ আট মিনিটের ঝড়ে কপাল খুলে তাদের। ৮২ মিনিটে গোল করেন শিউলি আজিম। মনিকা চাকমার ছোট কর্নারে সাবিনার মাপা ক্রস গিয়ে পড়ে এআরসিবির বক্সে। জটলার মধ্যে পা লাগিয়ে বল জালে পাঠান শিউলি।

৯০ মিনিটে ব্যবধান দ্বিগুণ হয় পেনাল্টি থেকে। শামসুন্নাহার সিনিয়র গোলকিপারের বিপরীত দিক থেকে অনায়াসে জালে বল জড়িয়ে দিয়েছেন।বসুন্ধরা ১১ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। তিন পয়েন্ট কম নিয়ে এআরসিবি হয়েছে রানার্সআপ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION