মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০৪:০৫ পূর্বাহ্ন
খেলাধুলা ডেস্ক:
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শেষ দিকে এসে আন্দ্রে রাসেল-সুনীল নারিনকে দলে ভেড়ালো কুমিল্লা ভিক্টোরিয়ান্স। প্লে-অফ থেকে পাকিস্তানি ক্রিকেটারদের পাবে না কুমিল্লা, তাদের অভাব পূরণ করতেই ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি (আইএলটি-২০) খেলা এই দুই ক্যারিবীয়ানকে উড়িয়ে আনে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
সোমবার রাতে রাসেল-নারিন দলের সঙ্গে যোগ দেন। আইএলটি-২০তে আবুধাবি নাইটরাইডার্সকে নেতৃত্ব দিয়েছিলেন নারিন। একই দলে খেলেছিলেন রাসেলও। কিন্তু দলটি মাত্র ১টি ম্যাচ জিততে পেরেছে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বড় বড় নাম থাকলেও সুবিধা করতে পারেনি দলটি। দুজনের পারফরম্যান্সও ছিল সাদামাটা।
এদিকে বিপিএলে কুমিল্লা প্লে অফ নিশ্চিত করে ফেলেছে আগেই। ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান তৃতীয় স্থানে। এখন তাদের লড়াই সেরা দুইয়ে থাকার। তাহলে ফাইনালে যাওয়ার লড়াইয়ে বাড়তি সুবিধা পাওয়া যাবে। এ জন্যই মূলত রাসেল-নারাইনের মতো বড় নামদের নিয়ে এসেছে ফ্র্যাঞ্চাইজিটি।
আজ সন্ধ্যায় ফরচুন বরিশালের বিপক্ষে খেলতে নামবে কুমিল্লা। এই ম্যাচে খেলে দেশে ফিরে যাবেন প্রায় ম্যাচে ব্যাট হাতে দলটির ভিত গড়ে দেওয়া পাকিস্তানি উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। আর দেশে ফিরে যাওয়া খুশদিল শাহ লিগ পর্বের শেষ ম্যাচ খেলতে আসবেন।
ভয়েস/জেইউ।