মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০৮:৩৯ অপরাহ্ন
ভয়েস নিউজ ডেস্ক:
ইউনিয়ন পর্যায়ে বিএনপির পদযাত্রা কর্মসূচি ঘোষণার পর একইদিনে শান্তি সমাবেশের ডাক দিয়েছে আওয়ামী লীগ। এটি পাল্টাপাল্টি কর্মসূচি নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘আমাদের (রাজনৈতিক) কর্মসূচি প্রতিদিন আছে, নির্বাচন পর্যন্ত। ইউনিয়ন পর্যায়ে যে কর্মসূচি তা পাল্টাপাল্টি কোনো কর্মসূচি নয়। জনগনের জানমাল রক্ষা করা আমাদের কর্তব্য। তাই নির্বাচনের আগে আমাদের দলীয় কর্মসূচি থাকবে।’
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর মৎস্য ভবন মোড়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সড়ক নিরাপত্তা সংক্রান্ত সচেতনতামূলক কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আওয়ামী লীগের প্রার্থী প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘এ সম্পর্কে আমার জানা নেই। এ বিষয়ে আজ সংসদীয় কমিটির বৈঠকে এজেন্ডা আকারে আসতে পারে। আজ সব সিদ্ধান্ত না হতে পারে। নির্বাচন ১৯ তারিখ, এর আগে এ ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সভাপতি যে সিদ্ধান্ত নেবেন সেটিই বাস্তবায়ন হবে।’
সম্প্রতি রাজধানী ঢাকার বায়ূর মানের ওপর প্রকাশিত প্রতিবেদন নিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের উন্নয়ন বিশ্বের কাছে বিস্ময়। সে দেশের রাজধানীর বায়ূ বিপদজনক। এটা লজ্জার বিষয়। এ জন্য প্রতিদিন রাস্তায় সিটি করপোরেশনের পানি ছিটানো উচিৎ।’
বর্তমান সরকারের সময় সড়ক ব্যবস্থার উন্নয়নের দৃশ্য তুলে ধরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার আমলে সড়ক যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন হয়েছে। এখন প্রায়োরিটি (গুরুত্ব) হলো অবকাঠামোগত উন্নয়ন এবং সড়কে বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনা। এতে জনগনেরও সচেতনতা প্রয়োজন। সড়কে নিরাপত্তা সবাই চায়, ফলে সবাইকেই এগিয়ে আসতে হবে।’
মেট্রোরেলের পিলারে পোস্টার লাগানোর ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
ভয়েস/জেইউ।