সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ১১:৫৮ অপরাহ্ন
খেলাধুলা ডেস্ক :
ইনজুরি থেকে এখনো পুরোপুরি সেরে ওঠেননি করিম বেনজেমা। সামনে চ্যাম্পিয়নস লিগের ষোলোর ম্যাচ। তাই দলের সেরা তারকাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাননি রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। স্প্যানিশ লা লিগার ম্যাচে ওসাসুনাকে ২-০ গোলে হারিয়ে বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমাল রিয়াল।
৭৮ মিনিটে ভিনিসিয়ুসের সহায়তায় দলকে গোল এনে দেন ফেদে ভালভের্দে। যোগ করা সময়ে গোল ব্যবধান দ্বিগুণ করেন বদলি নামা মার্কো অ্যাসেনসিও।
এ জয়ে বার্সার সঙ্গে পয়েন্ট ব্যবধান ৫-এ নামিয়ে আনল রিয়াল। শীর্ষে থাকা বার্সার পয়েন্ট ৫৬ আর রিয়ালের ৫১। যদিও কাতালান ক্লাবটি একটি ম্যাচ কম খেলেছে। আজ রোববার রাতে কাদিজের বিপক্ষে খেলবে জাভি হার্নান্দেজের দল।
ভয়েস / জেইউ।