মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০২:৩৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

খালেদা জিয়ার রাজনীতি নিয়ে ক্ষমতাসীন দলের উদ্দেশ্য খারাপ:ফখরুল

বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ভয়েস নিউজ ডেস্ক:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাঁর দলের চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনীতি করা না-করার বিষয়টি নিয়ে আওয়ামী লীগ নাটক শুরু করেছে। ক্ষমতাসীন দলের উদ্দেশ্য খারাপ। খালেদা জিয়া যেখানেই থাকুন, তিনি অবশ্যই রাজনীতি করবেন। কারণ, তিনি এ দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী।

আজ সোমবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির মহাসচিব এসব কথা বলেন। জাতীয়তাবাদী তাঁতীদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়াকে গৃহবন্দী করে রাখা হয়েছে। তিনি অত্যন্ত অসুস্থ। আজও তিনি স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাবেন। তাঁকে নিয়ে আওয়ামী লীগের মন্ত্রীরা বিভিন্নভাবে নাটক শুরু করেছেন। তাঁদের কেউ বলেন, খালেদা জিয়া রাজনীতি করতে পারবেন না। আবার কেউ বলেন, তাঁর রাজনীতি করতে বাধা নেই।

খালেদা জিয়ার রাজনীতি করা না-করা নিয়ে আওয়ামী লীগের মন্ত্রীদের বক্তব্য সম্পর্কে বিএনপির মহাসচিব বলেন, ‘এ বিষয়ে হঠাৎ করে আপনাদের এত দরদ উথলে উঠল কেন? উদ্দেশ্য একেবারেই ভালো না, খারাপ। তাঁরা দেশের মানুষকে বিভ্রান্ত করতে চান। দেশের মানুষের দৃষ্টি ভিন্ন দিকে নিয়ে যেতে চান। আমাদের সামনে দৃষ্টি একটাই—ভোটের অধিকার ফেরত চাই।’

মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার যখন রাজনীতি করার সময় আসবে, তিনি রাজনীতি করবেন। তিনি যেখানেই থাকুক, রাজনীতি করবেন। সুতরাং বিষয়টি নিয়ে আওয়ামী লীগের কথা বলার দরকার নেই। খালেদা জিয়ার সিদ্ধান্ত, তিনিই নেবেন, দল নেবে।

খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির মহাসচিব। দশম জাতীয় সংসদ নির্বাচনে বিনা ভোটে অনেকের সংসদ সদস্য হওয়া প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বিনা ভোটে ১৫৪ জনকে নির্বাচিত ঘোষণা করা হলো। জাতীয় পার্টি ডুগডুগি বাজিয়ে আওয়ামী লীগের সঙ্গে যোগ দিল। অনেক বাম নেতা, যাঁরা বড় বড় কথা বলেন, তাঁরাও সেদিন নৌকার সঙ্গে নির্বাচনে জড়িয়েছিলেন, ভাগ নিয়েছেন। এখন তাঁদের আবার একটু অসুবিধা হচ্ছে। মন্ত্রিত্ব দেয়নি। যে কারণে তাঁরা বলছেন, তাঁদের সঙ্গে কথা রাখা হয়নি।

এই বাম নেতারা আওয়ামী লীগের চেয়েও খারাপ। যাঁদের কাজ তাঁবেদারি করা, তোষামোদি করা, জনগণের বিরুদ্ধে কাজ করা। আজকে গণতন্ত্র আছে কি নেই, সে কথা তাঁরা বলেন না কেন?

তাঁতিদের নানা সমস্যা নিয়ে তাঁতীদলকে আন্দোলন করার আহ্বান জানান মির্জা ফখরুল। তিনি বলেন, তাঁতি, কুমার, কৃষক, মজুরেরা খুব কষ্টে আছেন। চালের দাম অস্বাভাবিক বেড়েছে।

তেল, লবণ, চিনি, ডাল—সবকিছুর দাম বাড়ছে। ডিম এখন ছোঁয়া যায় না। ব্রয়লার মুরগির দাম কেজিতে ৬০ থেকে ৮০ টাকা বেড়ে গেছে। বাড়িভাড়া বেড়ে গেছে। ছেলেমেয়েদের স্কুলে পাঠানো কঠিন হয়ে গেছে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন তাঁতীদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION