সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ০৮:১২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

রোনালদো নাকি মেসি! কাকে বেশি খোঁজা হয় গুগলে

খেলাধুলা ডেস্ক:
ফুটবলাররা মাঠের খেলায় তাদের পায়ের জাদু দেখান। পাশাপাশি মাঠের বাইরেও নানা কারণে খবরের শিরোনাম হয়ে থাকেন। বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ভক্ত ও অনুসারীদের সংখ্যা চোখ কপালে তোলার মতো। যে কারণে তারা শুরু খেলোয়াড়ই নন, হয়ে উঠেছেন সেলিব্রিটিও। নতুন বছরের মাত্র তৃতীয় মাস চলছে। এই তিন মাসে গুগলে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে, এমন ফুটবলারদের তালিকা প্রকাশ করেছে ‘ফুটগোল’ নামে একটি গবেষণাভিত্তিক প্রতিষ্ঠান।

যে তালিকার সবার শীর্ষে আছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। বিশ্বকাপ–ব্যর্থতা ও ইউরোপ ছেড়ে যাওয়ার পরও যে রোনালদোকে নিয়ে মানুষের আগ্রহ কমেনি, সে প্রমাণই যেন দিচ্ছে এ তালিকা। দ্বিতীয় স্থানে আছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের নায়ক লিওনেল মেসি। শুধু তারাই নন, এ তালিকায় জায়গা করে নিয়েছেন নেইমার, কিলিয়ান এমবাপ্পে, রবার্ট লেভানডফস্কি, করিম বেনজেমারাও, পাওলো দিবালা, জেরার্দ পিকে, সাদিও মানে ও লুইস সুয়ারেজরা।

ক্রিশ্চিয়ানো রোনালদো

ইউরোপ ছেড়ে আল নাসরে পাড়ি জমানো পতুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে মাসে ১ কোটি ৭৪ লাখ বার খোঁজা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার দাপটটা অনেক পুরোনো। ইউরোপিয়ান ফুটবলের আলো ছেড়ে সৌদি আরব চলে গেলেও নেট দুনিয়ায় রোনালদোর শ্রেষ্ঠত্ব একটুও কমেনি। ইনস্টাগ্রামে এখনো সবচেয়ে বেশি ৫ কোটি ৫৭ লাখ অনুসারী রোনালদোর। আর গুগলে রোনালদোকে এখনো সবচেয়ে বেশি খোঁজা হচ্ছে।

লিওনেল মেসি

সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর মতো অতটা সরব নন মেসি। কিন্তু বিশ্বকাপ জেতার পর সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তায় দারুণ উন্নতি দেখিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। মেসির বিশ্বকাপ উঁচিয়ে ধরার পোস্ট ইনস্টাগ্রামে রেকর্ডও ভেঙেছে। আর গুগলে যেসব ফুটবলারকে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে, সে তালিকায় রোনালদোর ঠিক পরেই অবস্থান করছেন মেসি। তাকে গুগলে মাসে ১ কোটি ৩২ লাখ বার খোঁজা হয়েছে।

নেইমার

মৌসুমের শুরুটা ভালো হলেও সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না নেইমারের। বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায় এবং চোটে পড়ে এখন কোণঠাসা অবস্থায় আছেন এই ফরোয়ার্ড। তবে ২০২৩ সালে গুগলে যাদের সবচেয়ে বেশি খোঁজা হয়েছে, সে তালিকায় নিজের দাপট ধরে রেখেছেন ব্রাজিলিয়ান তারকা। তাঁকে খোঁজা হয়েছে ৯২ লাখ বার।

কিলিয়ান এমবাপ্পে

সময়ের অন্যতম সেরা ফুটবলার। বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক করে রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন। পিএসজিকে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে নিতে না পারলেও বল পায়ে মৌসুমজুড়ে আলো ছড়িয়ে যাচ্ছেন এই ফরাসি তারকা। তবে গুগলের জনপ্রিয়তায় চলতি বছর এখন পর্যন্ত রোনালদো, মেসি ও নেইমারের চেয়ে একটু পিছিয়েই আছেন এমবাপ্পে। তাকে মাসে ৮৫ লাখ বার খোঁজা হয়েছে

রবার্ট লেভানডফস্কি

বায়ার্ন মিউনিখ ছেড়ে বার্সেলোনায় এসেও গোল করে চলেছেন লেভানডফস্কি। ইউরোপে দলকে সফলতা এনে দিতে ব্যর্ত হলেও, ঘরোয়া লিগে শিরোপাকে পাখির চোখ করে ছুটছে লেভার দল। ব্যক্তিগতভাবেও জনপ্রিয়তার নতুন মাত্রা দেখছেন এই পোলিশ স্ট্রাইকার। গুগলে যাঁদের খোঁজা হয়েছে, সে তালিকায় ৫ নম্বরে আছেন লেভা। যদি সংখ্যার হিসাবে সেটি ওপরে থাকা ৪ জনের চেয়ে বেশ কমই বলতে হয়। তাকে খোঁজা হয়েছে ৩২ লাখ বার।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION