সোমবার, ০৬ মে ২০২৪, ০৫:৩৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পেকুয়ায় চেয়ারম্যান পদে চমক দেখাতে পারে নারী প্রার্থী রুমানা আক্তার, গণসংযোগে গণজোয়ার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ১২ ঘন্টার মাথায় আরো এক রোহিঙ্গা খুন বাজিমাত করতে পারে জয়নাল, পিছিয়ে নেই হাবিবুল্লাহ, স্পিড বাড়ালালেই জয়ের বন্দরে কুদ্দুস চৌধুরী নাফনদী সীমান্ত দিয়ে বিজিপির আরও ৮৮জন সদস্য বাংলাদেশে আশ্রয় টেকনাফে টমটম চালক মোস্তাক মিয়া হত্যাকাণ্ডে জড়িত ৬ জন গ্রেফতার আধিপত্য বিস্তারের জেরে রোহিঙ্গা ক্যাম্পে যুবককে জবাই করে হত্যা আমলাদের সন্তানদের জন্য বিশ্ববিদ্যালয়, সরকারের আপাতত কোনো চিন্তা নেই ঘাটতি পূরণে প্রয়োজনে শুক্রবারেও ক্লাস নেয়া হবে:শিক্ষামন্ত্রী যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাব মানবে না হামাস,কারণে গাজা যুদ্ধের অবসান ঘটাবে না ৪ দিনের রিমান্ডে মানবপাচার মামলায় মিল্টন সমাদ্দার

উখিয়ায় ৪০ হাজার ইয়াবাসহ আটক ২

ভয়েস প্রতিবেদক, উখিয়া:

উখিয়া থানাধীন রাজাপালং এলাকায় অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।

কক্সবাজার র‌্যাব-১৫ সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) মো. শামসুল আলম খান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার (২৯ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, কক্সবাজারের সিপিএসসি ক্যাম্পের আভিযানিক দল সন্ধ্যায় উখিয়া থানাধীন রাজাপালং ইউপিস্থ ৮নং ওয়ার্ডের পূর্ব দরগাবিল খিল্ল্যা মারা জামে মসজিদের নিকটে এক অভিযান পরিচালনা করনে। উক্ত অভিযানে দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হন তারা।

উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তিদের দেহ তল্লাশি করে তাদের কাছ থেকে সর্বমোট ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তিদের পরিচয় উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৮নং ওয়ার্ড খিল্ল্যা মারা এলাকার কবির আহাম্মদের ছেলে মো. আব্দুল আলম(৩৫) ও একই গ্রামের রশিদ আহাম্মদের ছেলে নুরুল হাকিম প্রকাশ সুলতান প্রকাশ বাইট্টা(৩০) বলে জানা যায়।

জিজ্ঞাসাবাদে আরো জানায়, দীর্ঘদিন যাবত তারা পরস্পর যোগসাজশে সীমান্তবর্তী এলাকা টেকনাফ ও মিয়ানমার থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলে পাইকারি দরে বিক্রয় ও সরবরাহ করে আসছে।

তিনি আরো জানান, আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION