শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৫ পূর্বাহ্ন
ভয়েস প্রতিবেদক:
কক্সবাজারে ভূমি অফিস কর্তৃক আয়োজিত কক্সবাজার জেলার রাজস্ব প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীদের প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসনের কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম কক্ষে ভূমি মন্ত্রণালয় ওি জেলা প্রশাসনের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
এতে ভার্চুয়াল পদ্ধতিতে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মো খলিলুর রহমান।
ভার্চুয়াল পদ্ধতিতে যুক্ত হয়ে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড মো আমিনুর রহমান, ভূমি বোর্ডের সদস্য শশাঙ্ক কুমার ভৌমিক।
জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেন ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ডঃ মোঃ জাহিদ হোসেন পনির, উপ ভূমি সংস্কার কমিশনার রেজাউল কবীর,ভূমি মন্ত্রণালয়ের উপসচিব সেলিম আহমেদ। সমাপনী বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাহিদ ইকবাল।
প্রশিক্ষণ কর্মসূচিতে জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা,সহকারী কমিশনার ভূমি,কানুনগো সার্ভেয়ারসহ রাজস্ব প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা অংশ নেয়। ভূমি অফিসে না গিয়ে এ্যাপ্সের মাধ্যমে ভূমি সংক্রান্ত যাবতীয় সেবার সুফল ভোগ করতে পারবে সাধারণ জনগণ, প্রশিক্ষণে এ বিষয়ের উপর গুরুত্বারোপ করা হয়।
ভয়েস/আআ