মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৯:৩৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

টেকনাফে অপহরণের শিকার ৫ রোহিঙ্গা যুবক

ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

টেকনাফের শরণার্থী ক্যাম্প থেকে পাঁচ রোহিঙ্গা যুবককে অপহরণ করেছে অস্ত্রধারী দুর্বৃত্তরা। শুক্রবার (২ জুন) রাত ৮টার দিকে টেকনাফের ২৫ নম্বর আলীখালী ক্যাম্প ডি/২০ ব্লকের রহিম উল্লাহর দোকানের সামনে থেকে তারা অপহরণের শিকার হয়েছেন বলে জানিয়েছেন ২৫ নম্বর আলীখালি ক্যাম্প মাঝি নুরুল আমিন।

অপহৃতরা হলেন টেকনাফের ক্যাম্প-২৫ আলীখালী ব্লক ডি/২২ এর নূর হোসেনের ছেলে মোহাম্মদ ইউনুস (৩২), একই ক্যাম্পের সামসু আলমের ছেলে জাহাঙ্গীর আলম (১৬), মোহাম্মদ রফিকের ছেলে মোহাম্মদ সুলতান (২৪), আব্দুর রহমানের ছেলে আবদুল্লাহ (১৬) ও মোহাম্মদ সৈয়দের ছেলে আনোয়ার ইসলাম (১৮)।

টেকনাফ ২৫ ক্যাম্পে মাঝি নুরুল আমিন বলেন, শুক্রবার রাত ৮টার দিকে অজ্ঞাত অস্ত্রধারী দুর্বৃত্তরা ২৫ নম্বর ক্যাম্পের বসবাসরত পাঁচ রোহিঙ্গা যুবককে অস্ত্রের মুখে রহিম উল্লাহর দোকানের সামনে থেকে জিম্মি করে পাহাড়ের চূড়ায় নিয়ে যায়। এ ঘটনার ২০ ঘণ্টা পার হলেও অপহৃতদের কোনো খোঁজ-খবর নেই। তবে অপহরণের ঘটনাটি তাদের পরিবার আলিখালী এপিবিএন ক্যাম্পে জানিয়েছে।

টেকনাফ ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে থাকা ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক পুলিশ সুপার জামাল পাশা বলেন, রোহিঙ্গা ক্যাম্প থেকে পাঁচ রোহিঙ্গা যুবক অপহরণের ঘটনায় আমরা খোঁজ-খবর নিচ্ছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। সূত্র জাগো নিউজ।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION