সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ১০:২১ পূর্বাহ্ন
ভয়েস প্রতিবেদক:
শৃঙ্খলা ভঙ্গ ও গঠনতন্ত্র পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকায় কক্সবাজার জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেলকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে ব্যর্থ হওয়ায় কক্সবাজার জেলা যুবলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জুন) সংগঠনটির উপ দফতর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও গঠনতন্ত্র পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকায় গঠনতন্ত্রের ২২(ক) ধারা মোতাবেক কক্সবাজার জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেলকে সংগঠন থেকে অব্যাহতি এবং গঠনতন্ত্রের ধারা-২৩ মোতাবেক জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে ব্যর্থ হওয়ায় যুবলীগের কক্সবাজার জেলা শাখার কমিটি বিলুপ্ত করা হয়েছে।
এদিন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের যৌথ সইয়ে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
ভযেস/আআ