রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ১০:৪৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

গণঅধিকারের সভাপতি নুর, সাধারণ সম্পাদক রাশেদ

ভয়েস নিউজ ডেস্ক:
গণঅধিকার পরিষদের প্রথম সভাপতি নির্বাচিত হয়েছেন নুরুল হক নুর। সোমবার দিনভর কাউন্সিল ও ভোটগ্রহণ শেষে রাতে এ ফলাফল জানান দলটির সংবাদমাধ্যমের সমন্বয়ক আবু হানিফ।এ ছাড়া গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাশেদ খাঁন।

আবু হানিফ জানান, কাউন্সিলে মোট ভোটার ২১৬ জন। উচ্চতর পরিষদে ভোটার ১২৬ জন।

তাদের ভোটে দলটির উচ্চতর পরিষদ সদস্য হিসেবে আবু হানিফ, শাকিলউজ্জামান, হানিফ খান সজিব, শহিদুল ইসলাম ফাহিম, ফাতেমা তাসনিম, আব্দুজ জাহের, অ্যাডভোকেট নুরে এরশাদ সিদ্দিকী, জসিম উদ্দিন নির্বাচিত হয়েছেন।

ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশন আরিফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন তোফাজ্জল হোসেন ও তৌফিক শাহরিয়ার।নির্বাচনে সভাপতি পদে তিনজন এবং সাধারণ সম্পাদক পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সভাপতি পদে সর্বোচ্চ ১৩৫ ভোট পেয়ে দলটির প্রতিষ্ঠাতা সদস্য সচিব নুর এবং ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্বে থাকা রাশেদ খান সর্বোচ্চ ১০৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION