রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৪:৪৫ পূর্বাহ্ন
খেলাধুলা ডেস্ক:
ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রকে পেতে মরিয়া হয়ে উঠেছিল পিএসজি। তারা সেটা পেরেওছিল। ২০১৭ সালে ২২ কোটি ইউরো রেকর্ড ট্রান্সফার ফিতে প্যারিসে যোগ দেন তিনি। বার্সেলোনা তাকে আটকাতে চেয়েছিল, কিন্তু পারেনি। নেইমার যোগ দেওয়ার কিছুদিনের মধ্যেই ক্লাবে আসেন কিলিয়ান এমবাপ্পে। আনহেল ডি মারিয়াও তার পথ অনুসরণ করেন। ২০২১ সালে যোগ দেন লিওনেল মেসিও।
বছর দুই আগেও প্যারিস যেন বসেছিল ফুটবলের তারাদের মেলা। আর যা সম্ভব হয়েছিল নেইমারের কারণেই। আর এটা মনে করেন ব্রাজিলিয়ান এজেন্ট আন্দ্রে কারি। মাঠের খেলায় তেমন কিছু না পেলেও মাঠের বাইরে নেইমারের কারণে পিএসজি অবিশ্বাস্য সুবিধা পেয়েছে বলে মনে করেন তিনি।
এমনকি নেইমারের কারণেই মেসি-এমবাপ্পের মতো তারকারা পিএসজিকে বেছে নিয়েছেন বলে মন্তব্য করেছেন এই এজেন্ট, ‘নেইমার পিএসজিকে যা দিয়েছে, তা অমূল্য। বিপণনের দিক থেকে নেইমারের কাছ থেকে পিএসজি যা পেয়েছে, সে হিসেবে সে ক্লাবটির ইতিহাসের সবচেয়ে সস্তা খেলোয়াড়। আপনি পৃথিবীর যে প্রান্তেই যান, সেখানে একটা ছেলেকে দেখবেন পিএসজির জার্সি পরা। অথচ তারা আগে এই ক্লাব সম্পর্কে কেউ কিছু জানতই না। শেষ পর্যন্ত এখানে মেসি, এমবাপ্পে ও ডি মারিয়াসহ অন্যরা এসেছে।’
এমবাপ্পের পিএসজিতে যাওয়ার ক্ষেত্রে নেইমারের সরাসরি সম্পৃক্ততা না থাকলেও মেসির পিএসজিতে নাম লেখানোর সিদ্ধান্তে অবশ্য ভূমিকা ছিল ব্রাজিলিয়ান তারকার। মেসি বার্সা ছাড়ার ঘোষণা দেওয়ার পর নেইমারই তাকে প্যারিসের ক্লাবটিতে যোগ দেওয়ার ব্যাপারে উদ্বুদ্ধ করেছিলেন বলে সেই সময় অনেক খবর এসেছিল ইউরোপের বিভিন্ন সংবাদমাধ্যমে।
ভয়েস/আআ