শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ১০:০৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

বাংলাদেশে ফ্লপ ছবি নিয়ে সালমান, ‍সুমন আসলেন মাসুদ রানা হয়ে

বিনোদন ডেস্ক:

গেল ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে দুই/তিনটি সিনেমার কারণে ঢালিউড হয়ে উঠেছিল জমজমাট। দেশের প্রেক্ষাগৃহে এখনও যে দাপট অব্যাহত রয়েছে তা স্মরণকালের অন্যতম সেরা বটে। এর মধ্যে মুক্তি পেয়েছিল শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমা। কিন্তু খুব একটা সুবিধা করতে পারিনি। এর ৫৬দিন পর অর্থাৎ আজ প্রেক্ষাগৃহে মুক্তি পেল বাংলাদেশি সিনেমা ‘এমআর-নাইন: ডু অর ডাই’, ও বলিউড সুপারস্টার সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’।

‘এমআর নাইন’ সিনেমাকে বলা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় বাজেটের ছবি। যা জনপ্রিয় গোয়েন্দা মাসুদ রানা ‘ধ্বংসপাহাড়’ অবলম্বনে নির্মিত হয়েছে। হলিউড ধাঁচে সিনেমাটি বানিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নির্মাতা আসিফ আকবর। সিনেমার চিত্রনাট্য করেছেন আসিফ আকবর, আব্দুল আজিজ ও নাজিম উদ দৌলা। পর্দায় মাসুদ রানা হিসেবে হাজির হচ্ছেন ঢালিউড অভিনেতা এবিএম সুমন।

দেশে জাজ মাল্টিমিডিয়া নিজেই পরিবেশনা করছে ছবিটি। দেশে হলসংখ্যা সুবিধাজনক না হলেও বিদেশে রীতিমতো রেকর্ড গড়েছে ‘এমআর-৯’। উত্তর আমেরিকায় ছবিটি পরিবেশনা করছে স্বপ্ন স্কেয়ারক্রো। এই প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট অলিউল্লাহ সজীব জানালেন, যুক্তরাষ্ট্র ও কানাডার ১৫১টি প্রেক্ষাগৃহে দেখা যাবে ছবিটি।

‘এমআর-৯: ডু অর ডাই’ ছবিতে এবিএম সুমনের সঙ্গে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সাক্ষী প্রধান। এছাড়া ঢাকা থেকে আরও আছেন শহীদুল আলম সাচ্চু, আনিসুর রহমান মিলন, জেসিয়া ইসলাম ও টাইগার রবি; আর মার্কিন অভিনয়শিল্পী হিসেবে কাজ করেছেন মাইকেল জেই হোয়াইট, নিকো ফাস্টার, ম্যাট পাসমোর, ওলেগ প্রাডিউস, কেলি গ্রেসন প্রমুখ।

এদিকে রোজার ঈদে ভারত ও বিশ্বের বিভিন্ন দেশে একযোগে মুক্তি পেয়েছিল সালমান খান অভিনীত সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’। কিন্তু বক্স অফিসে খুব একটা সুবিধা করতে পারেনি। দুর্বল চিত্রনাট্য, অভিনয় ও নির্মাণের কারণে কড়া সমালোচনার মুখে পড়ে ছবিটি। আর বক্স অফিসে বাজেটের ২২৫ কোটি রুপির ধারেকাছেও যেতে পারেনি ২ ঘণ্টা ২৪ মিনিট ৭ সেকেন্ডের এই ছবিটি!

মুক্তির চার মাস পর সালমানের সেই ছবি আসছে বাংলাদেশে। এতমধ্যেই সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। আগামী ২৫ আগস্ট দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এটি। ছবিটি আমদানি করেছে মেসার্স এন ইউ আহম্মদ ট্রেডার্স।

ফরহাদ সামজি পরিচালিত ‘কিসি কা ভাই কিসি কি জান’-এ সালমান খানের নায়িকা পূজা হেগড়ে। এছাড়াও আছেন ভেঙ্কটেশ, ভূমিকা চাওলা, জগপতি বাবু, রাঘব জুয়াল, জেসি গিল, শেহনাজ গিল, পলক তিওয়ারি সতীশ কৌশিক প্রমুখ।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION