রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০২:৪৯ পূর্বাহ্ন
ভয়েস নিউজ ডেস্ক:
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘এক পক্ষের বক্তব্য না শুনেই ৩০ সেকেন্ডের মধ্যে বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দলের প্রধান (বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান) তারেক রহমানের বিরুদ্ধে আদেশ দিয়েছেন হাইকোর্টের দুই জন বিচারপতি— যথাক্রমে বিচারপতি খসরুজ্জামান ও বিচারপতি মো. খায়রুল আলমের বেঞ্চ।
সোমবার (২৮ আগস্ট) দুপুরে রাজধানীর নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রিজভী আহমেদ এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আদেশে বিটিআরসি’কে নির্দেশ দেওয়া হয়েছে যে, তারেক রহমানের সাম্প্রতিক দেওয়া সব বক্তব্য অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরাতে হবে। বিচাপতিদের এই আদেশ রাজনৈতিক পক্ষপাতদুষ্ট ও মত প্রকাশের স্বাধীনতাকে সম্পূর্ণভাবে হরণ করা।’
ভয়েস/জেইউ।