রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০১:০৬ পূর্বাহ্ন
ভয়েস নিউজ ডেস্ক:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আমাদের জনসমর্থন আগের চেয়ে বেড়েছে। সাম্প্রতিক জনসমাবেশগুলোয় উপস্থিতি দেখে বোঝা যাচ্ছে আওয়ামী লীগের জনপ্রিয়তা আগের চেয়ে অনেক গুণ বেড়েছে।’
শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আগারগাঁও পুরাতন বাণিজ্যমেলার মাঠে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। শনিবার ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাওলা থেকে ফার্মগেট অংশের উদ্বোধন উপলক্ষে সুধী সমাবেশস্থল পরিদর্শন করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি গত বছরের ডিসেম্বর থেকেই আওয়ামী লীগকে বিভিন্নভাবে আঘাত করছে। এতদিন তারা যে আন্দোলন করেছিল এতে তো আমাদের চলে যাওয়ার কথা। গোলাপবাগের গরুর হাট, পদযাত্রা, মানববন্ধন এবং সর্বশেষ গণমিছিলের নামে কালো পতাকা দিয়ে শোকের মিছিল করেছে বিএনপি। তবু সরকার পতন ঘটাতে পারেনি।’
তিনি বলেন, ‘দেশে আন্দোলনের বস্তুগত পরিস্থিতি বিরাজ করছে না। আন্দোলন করতে বিএনপির সাবজেকটিভ কোনো প্রস্তুতি নেই। বিএনপি তার সমমনা দলগুলোর সঙ্গে আর আগের মতো বসে না। কারণ তাদের নিজেদের মধ্যেই বিভিন্ন বিভক্তি। বিএনপি এমন কোনো আঘাত দেওয়ার মতো অবস্থানে নেই, যেটা আমরা সামলাতে পারব না। আগামী নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগ সম্পূর্ণ প্রস্তুত।’
আওয়ামী লীগ জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে উল্লেখ করে দলটির সাধারণ সম্পাদক বলেন, ‘রাজধানীর আগারগাঁও থেকে উত্তরা মেট্রোরেল চালু হওয়ায় সাধারণ মানুষ এর সুফল পেতে শুরু করেছে। মতিঝিল পর্যন্ত চালু হলে আরও সুফল পাবে নগরীর মানুষ। শুধু ঢাকাতেই নয়, এর বাইরেও ছয়টি পাতালরেল চালু করার চিন্তা করছে সরকার। তবু ঢাকা শহরে যানবাহনের যে অবস্থা এতে মেট্রোরেল চালু হওয়ার পর মানুষ পুরোপুরি সুফল না পেলেও কিছুটা স্বস্তি পাচ্ছে।
তিনি বলেন, ‘এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হলে মাত্র ১০-১১ মিনিটে উত্তরার কাওলা থেকে ফার্মগেটে আসা যাবে। এতে যানজট কিছুটা হলেও নিরসন হবে।’
বহুলপ্রতীক্ষিত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প বর্তমান সরকারের অধীনে একটি মেগা অবকাঠামো। শনিবার (২ সেপ্টেম্বর) আংশিকভাবে যাত্রীদের জন্য এটি উন্মুক্ত করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক্সপ্রেসওয়ের কাওলা থেকে ফার্মগেট অংশের উদ্বোধন করবেন বলে জানিয়েছেন সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এটি উদ্বোধন হলে ৬০ কিলোমিটার গতির একটি গাড়ি মাত্র ১০ মিনিটে কাওলা থেকে ফার্মগেট পৌঁছাতে পারবে।
ভয়েস/জেইউ।