শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ১০:৫৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

আফগানদের বিপক্ষে যে একাদশ নিয়ে খেলতে পারে বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক:
টাইগারদের বিশ্বকাপ প্রস্তুতির মঞ্চ এশিয়া কাপ। কিন্তু নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হার তাদের সেই দৌড় কঠিন করে তুলেছে। সাকিব আল হাসানদের সামনে তাই আর জয়ের কোনো বিকল্প।

প্রথম ম্যাচে বাংলাদেশের ওপেনিং অর্ডার ছিল একেবারেই অনভিজ্ঞ। তরুণ প্রতিভা তানজিদ হাসান তামিম নেমেছিলেন একেবারে কোনো আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতা ছাড়াই। আগে চারটি ওয়ানডে ম্যাচ খেলা নাঈম শেখও উইকেট বিলিয়ে এসেছেন ম্যাচটিতে। টপ অর্ডারের ব্যর্থতায় ব্যাটিং ধস নেমেছিল সেদিন। আর তাই আফগানিস্তানের বিপক্ষে আজ টাইগারদের একাদশে পরিবর্তন দেখছেন অনেকে।

ওপেনিং পজিশনে নাঈম শেখের পরিবর্তে দেখা যেতে পারে এনামুল হক বিজয়কে। ডেঙ্গু জ্বরের কারণে ছিটকে পড়া লিটন দাসের বদলে তাকে হঠাৎই এশিয়া কাপ দলে ডাকা হয়। এছাড়া যথারীতি ওপেনিংয়ে থাকবেন তানজিদ তামিম। তিন নম্বরে দেখা যাবে নাজমুল হোসেন শান্তকে। চারে সাকিব আল হাসান, পাঁচে তাওহীদ হৃদয়ের জায়গা নিশ্চিত।

আগের ম্যাচেও ছয় নম্বরে খেলেছিলেন মুশফিকুর রহিম।য দিও তাকে এত পরে নামানো নিয়ে সমালোচনা হয়েছিল। কারণ তার আগে নামা শান্ত ছাড়া বাঁ-হাতি ব্যাটাররা সেভাবে সুবিধা করতে পারছিলেন না।

আফগানদের বিপক্ষে সাত নম্বরে দেখা যেতে পারে আফিফ হোসেন ধ্রুবকে। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন শেখ মেহেদী। আটে দেখা যাবে মেহেদী হাসান মিরাজকে। নয়ে হাসান মাহমুদ, বিশ্রামে থাকতে পারেন মোস্তাফিজুর রহমান। দশে শরিফুল ইসলাম এবং এগারোতে তাসকিন আহমেদ।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

এনামুল হক বিজয়, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION