শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ০৪:৫৪ অপরাহ্ন
খেলাধুলা ডেস্ক:
ইন্টার মায়ামি তে ফিরে এমএলএস ম্যাচে আজ টরন্টো এফসির বিপক্ষে খেলতে নেমেছিলেন লিওনেল মেসি। কিন্তু ৩৭ মিনিটে দৃশ্যমান কোনো ইনজুরি ছাড়াই মাঠ থেকে নিজে থেকেই উঠে যান। এ ব্যাপারে ম্যাচ শেষে কোচ জেরার্দো মার্তিনো বলেছেন, ‘আমরা ঠিক জানিনা কি হয়েছে। হতে পারে আগের যে সমস্যা তারই ক্ষতচিহ্ন। মেডিক্যাল পরীক্ষার পর বোঝা যাবে।’
আর্জেন্টিনা থেকে ফেরার পর মেসির পেশির অবষাদগ্রস্ততার কথা বলেছিলেন মার্তিনো। এ কারণে মায়ামির আগের ম্যাচটি খেলেননি তিনি। ওই ম্যাচ হারলেও আজ মেসিকে ছাড়াই ৪-০ গোলে জিতেছে মায়ামি।
তবে সোমবার ভোরে অরলান্ডোর সাথে মায়ামির পরের ম্যাচে নিশ্চিতভাবেই মেসি খেলছেন না বলে জানিয়েছেন মার্তিনো। জুলাইয়ে মায়ামিগে যোগদানের পর ৪৮ দিনে ১২ ম্যাচ খেলেছেন মেসি।
ভয়েস/আআ