শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২০ পূর্বাহ্ন
শহীদদের বিছানা
ইউসুফ আরমান
বুলেট-গুলি-ড্রোন-রকেট ভয় করি না আমরা
ভয়ে পালিয়ে যাব না, ফিলিস্তিনে শহীদদের বিছানা
জন্ম আমাদের সংগ্রামের রক্তাক্ত মাটিতে
সাদা কাফনে প্রস্তুত আমরা শহীদ হবো যোদ্ধ করে।
স্বৈরাশাসনের মরুভূমিতে ব্যথা-যন্ত্রণার আর্তনা
গোলা বারুদ ছিটিয়ে দেয়া রক্তের সজীবতা
আতঙ্কিত জনপদে বারুদের তাজা গন্ধ চারিদিকে
যুদ্ধের বিভীষিকায় ইহুদীরা রক্ত নেশায় মাতে।
ফিলিস্তিনে যুদ্ধে ছিন্ন ঘর বাড়ী ঘুম নেই চোখে
ক্ষুধার্ত শিশুর পেটগুলো সব ফুলে ফেঁপে ওঠে
ইসরায়েলের কালো ইতিহাস ভারী হবে মাটি খুঁড়ে
সজ্জিত মাটির তলে শহীদের হাড় থরে থরে।
বিধ্বংসী দেশে লাশের সারি সারি, বিবস্ত্র নগ্নতা
তবু দীর্ঘ যুদ্ধের ভয়ে আপোষ করাতে পারবে না
কোটি প্রাণের বিনিময়ে অর্জিত হবে স্বাধীনতা
আল্লাহর জমিনে উড়বে ফিলিস্তিনি পতাকা।