মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৬:৫৮ অপরাহ্ন
ভয়েস নিউজ ডেস্ক:
চট্টগ্রামে একটি মিনিবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রাত ৯টা ৫০ মিনিটে নগরের দামপাড়া বাস কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনার পরপর সিডিএ অ্যাভিনিউ সড়কের দামপাড়া থেকে জিইসি মোড় পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আগুন নেভানোর পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা খান খলিলুর রহমান বলেন, বাসটি গ্যাসচালিত। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর পাশাপাশি গ্যাসের সিলিন্ডারের সংযোগ বিছিন্ন করেন। বাসের জানালার কাচ, আসনসহ সবকিছু পুড়ে গেছে।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) পংকজ দত্ত বলেন, কারা আগুন দিয়েছে, এখনো বলা যাচ্ছে না। ঘটনার সময় মিনিবাসটি রাস্তায় দাড়িয়ে ছিল। বাসে কোনো যাত্রী ছিলেন না। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ যাচাই–বাছাই করে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হবে।
ভয়েস/আআ