শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৬:২০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

মক্কা মানব কল্যাণ ফাউন্ডেশনের অভিষেক

প্রেস বিজ্ঞপ্তি:
সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর সামাজিক-মানবিক সংগঠন ‘মক্কা মানব কল্যাণ ফাউন্ডেশন’-এর অভিষেক সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- মক্কা নগরীর বিশিষ্ট ব্যবসায়ী ইমরানুল হক।

বিশেষ অতিথি ছিলেন- অন্যতম ব্যবসায়ী জসিম উদ্দিন।অভিষেকের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফেজ মুহাম্মদ।

স্বাগত বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক। অনুষ্ঠান সঞ্চালনা করেন সেলিম বাহার।

অভিষেক অনুষ্ঠানে মক্কা মানব কল্যাণ ফাউন্ডেশনের কর্মযজ্ঞ তুলে ধরে বক্তব্য রাখেন- সংগঠনের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ঈদগাঁহর কৃতি সন্তান জিয়াবুল হক জিয়া, সাধারণ সম্পাদক রিশাদ কোম্পানী, সাংগঠনিক সম্পাদক মো. ফারুক, উপদেষ্টা নুরুল আবছার লেদু, মোঃ সাঈদ, আবুল শরীফ হেলালী।

বক্তারা বলেন, দূর প্রবাসে থাকলেও তারা দেশ ও নিজের এলাকার মানুষের জন্য কাজ করবে। বিপদাপন্ন যে কোন মানবতার পাশে গিয়ে দাঁড়াবে। সাধ্যমতো সাহায্য সহযোগিতা করবে। অল্প সময়ে মানব কল্যাণ ফাউন্ডেশনের ইতিবাচক ও মানবিক এই তৎপরতা ইতোমধ্যে প্রবাসীদের পাশাপাশি দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে।

অনুষ্ঠানের সব অতিথি ও সংগঠনের সদস্যরা দেশ এবং বিদেশে অবস্থানরত সকল দুস্থ,অসহায় ও দুঃখী মানুষের কল্যাণে কাজ করার শপথ নেন। পাশাপাশি মানবিক কাজে প্রবাসী বিত্তশালীদের এগিয়ে আসার আহবান করেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION