মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৭:১০ অপরাহ্ন
প্রেস বিজ্ঞপ্তি:
৩০ অক্টোবর, ২০২৩ রোজ সোমবার, কক্সবাজার জেলার সিগাল হোটেলে উপজেলা পর্যায়ের স্বাস্থ্য বিভাগ, পরিবার পরিকল্পনা ও UNICEF এর ব্যবস্থাপকদের সাথে একটি ত্রৈমাসিক পুষ্টি অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। কক্সবাজার জেলার মান্যবর সিভিল সার্জন ডঃ বিপাশ খীসা স্যার এই ত্রৈমাসিক পুষ্টি অগ্রগতি পর্যালোচনা সভার সভাপতিত্ব ও উদ্ভোদন করেন।উন্নয়ন সংস্থা SHED এর বাস্তবায়নে HGSP প্রকল্পের ত্রৈমাসিক পুষ্টি অগ্রগতি পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলার সম্মানিত সিভিল সার্জন ডঃ বিপাশ খীসা স্যার, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক (ভারপাপ্ত) ডাঃ মুহাম্মদ রকিব উল্লাহ স্যার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাবৃন্দ, এবং হেলথ অ্যান্ড নিউট্রিশন অফিসার-ইউনিসেফ জনাব আবু আহাম্মদ আব্দুল্লাহ, UNICEF এর উপজেলা পর্যায়ের প্রতিনিধি ও শেড এর Consultant প্রফেসর ডঃ রফিকুল আহমেদ সহ আরো অনেকেই।
এ পর্যালোচনা সভায় কক্সবাজার জেলার পুষ্টির ফলাফলের উন্নতির জন্য মূল স্টেকহোল্ডারদের প্রতিশ্রুতি প্রদর্শন করে এবং ভবিষ্যতের পুষ্টি কর্মসূচির জন্য একটি মডেল হিসাবে কাজ করার প্রকল্পের সম্ভাবনা তুলে ধরে।
অংশগ্রহণকারীরা পুষ্টি কার্যক্রমের জন্য তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।কক্সবাজার জেলার জনগোষ্ঠীর পুষ্টিমান উন্নয়নে HGSP প্রকল্পের ইতিবাচক প্রভাব রয়েছে বলে বক্তারা মন্তব্য করেন।অপুষ্টি মোকাবেলা HGSP প্রকল্প অর্থবহ অবদান রাখছে বলে ও বক্তারা তাদের মন্তব্য প্রদান করেন। HGSP প্রকল্পের অংশ হিসাবে SHED দ্বারা বাস্তবায়িত পুষ্টি পরামর্শ, রন্ধন প্রদর্শনী কার্যক্রম, মুখে ভাত অনুষ্ঠান নিয়ে উপস্থিত কর্মকর্তাবৃন্দ UNICEF ও World Bank এর প্রশংসা করেন।
অংশগ্রহণকারীরা পুষ্টি কার্যক্রমের ইতিবাচক প্রভাবের জন্য তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং আনুষঙ্গিক সমস্যাসমূহ কাটিয়ে উঠার জন্য সম্ভাব্য সমাধান এবং কৌশল নিয়েও আলোচনা করেছেন।
ভয়েস/আআ