শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ০৫:১৯ পূর্বাহ্ন
খেলাধুলা ডেস্ক:
বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে ধারাবাহিক ও অপ্রতিরোধ্য দল ভারত। টুর্নামেন্টে সবার আগে সেমিফাইনালও নিশ্চিত করেছে তারা। এত নিখুঁত হওয়ায় তাদের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছে। সাবেক পাকিস্তানি ক্রিকেটার হাসান রাজির দাবি, আইসিসি ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বিশেষ সুবিধা দিচ্ছে রোহিত শর্মাদের। আর সেই সুবিধাটা দেওয়া হচ্ছে ‘বিশেষ বল’ এর মাধ্যমে। ঠিক এই কারণেই তাদের বোলাররা বিস্ময়কর বোলিং করতে পারছে।
ভারত ৩৫৮ রানের লক্ষ্য দিয়ে শ্রীলঙ্কাকে মাত্র ৫৫ রানে গুটিয়ে দেওয়ার পর পাকিস্তানি চ্যানেল এবিএনের বিশেষ অনুষ্ঠানে রাজা এমন মন্তব্য করেছেন। শুরুতে সঞ্চালকের অযৌক্তিক প্রশ্নও ছিল সেই কেন্দ্রীক। জবাবে রাজার উত্তর ছিল এমন, ‘মনে হয় দ্বিতীয় ইনিংসে বল পরিবর্তন হয়ে যাচ্ছে। যেভাবে আইসিসি বল দিচ্ছে; কিংবা থার্ড আম্পায়ার প্যানেল অথবা বিসিসিআই। তাতে বল নিয়ে একটা ইন্সপেকশন হওয়া উচিত।’
ভারতের প্রতি তার বিদ্বেষ সেখানেই থেমে থাকেনি। তিনি মন্তব্য করেছেন যে, ডিআরএসের সিদ্ধান্তও স্বাগতিকদের পক্ষে দেওয়া হচ্ছে। যার তদন্ত হওয়া প্রয়োজন।
মজার বিষয় হলো, দীর্ঘ সময় ধরে দাবি করা হয়েছিল আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে (১৪ বছর) অভিষেকের রেকর্ডটি ছিল এই হাসান রাজার। পরে জানা যায়, তার বয়স নিয়ে পিসিবির এই দাবিটি ছিল সম্পূর্ণ মিথ্যা।
ভয়েস/জেইউ।